২০০৭ সাল থেকে লাগাতার কমছে যুক্তরাষ্ট্রে জন্মহার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন এবার সন্তান নেওয়াকে উৎসাহ দিতে নতুন কিছু পরিকল্পনার পথে হাঁটছে।
‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য পরিকল্পনা হলো—যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুলব্রাইট স্কলারশিপের অন্তত ৩০ শতাংশ আসন বিবাহিত বা সন্তানের অভিভাবকদের জন্য সংরক্ষণ করার প্রস্তাব।
এছাড়া নবজাতক সন্তানের জন্মের পর মায়েদের এককালীন ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা) দেওয়ার বিষয়েও ভাবছে প্রশাসন। আরও একটি পরিকল্পনা হচ্ছে—নারীদের ঋতুচক্র বিষয়ে আরও সচেতন করা, যাতে তারা সন্তান ধারণের সঠিক সময় সম্পর্কে পরিষ্কার ধারণা পান।
যদিও এসব প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায়, তবু সূত্র বলছে, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সরকারি অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন নাগরিকদের মধ্যে পারিবারিক জীবনের গুরুত্ব বোঝানো যায়।
বিশ্বের বিভিন্ন দেশে যেমন চীন আগেই জন্মহার বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে, তেমনি এবার সেই পথে হাঁটছে ট্রাম্পের আমেরিকাও—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
এফপি/টিএ