বলিউডের প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমার মতোই তার বাস্তব জীবনও বেশ বৈচিত্রময়। সঞ্জয়ের ঘটনাবহুল জীবন নিয়ে গুণী নির্মাতা ২০১৮ সালে নির্মাণ করেন ‘সঞ্জু।’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শক হৃদয় জয় করে নেয়।
তবে কোটি মানুষের মন জিতলেও সঞ্জু জিততে পারেনি খোদ সঞ্জয় দত্তের বোনের মন। সিনেমাটি একেবারেই পছন্দ হয়নি সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্তের। যার কারণও জানালেন প্রিয়া।
‘সঞ্জু’ চলচ্চিত্রে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।
কিন্তু প্রিয়া প্রশ্ন তুলেছেন সিনেমাটি তৈরি নিয়ে। সঞ্জয়ের বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, ড্রাগ নেওয়া, ১৯৯৩-এ মুম্বাই বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে জেলে যাওয়াসহ বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। কিন্তু সব জায়গাতেই যেন সঞ্জয়কে মহিমান্বিত করার চেষ্টা করা হয়েছে। সঞ্জয়ের জীবনের কিছু দিকই তুলে ধরা হয়েছে।
তার সঙ্গে তার বাবা-মায়ের সম্পর্ক কেমন ছিল ইত্যাদি বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলেই মত প্রিয়ার।
প্রিয়া বলেন, “সঞ্জয় ও বাবা মায়ের মধ্যে যে ভালোবাসা ছিল, সেটি সঠিক ভাবে তুলে ধরা হয়নি । চিত্রনাট্যে সঞ্জয়ের এক বন্ধুর ওপর শুধু জোর দেওয়া হয়েছে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যের জীবন নিয়ে তেমন কিছুই করা হয়নি। আমার মনে হয়, সিনেমাটিতে অনেক কিছুর উপর কাজ করা যেত। অনেক কিছু দেখানো যেত।
একজন বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে অনেক কিছু দেখানো যেত, যা দেখানো হয়নি। তবে রণবীরের অভিনয় দুর্দান্ত । গোটা সিনেমায় সঞ্জয়ের উপরেই শুধু আলো ফেলা হয়েছে।”
‘সনজু’ বলিউডের চিরাচরিত ব্যাড বয় সঞ্জয় দত্তের গল্প। এতে ফুটে উঠেছে তার শৈশব থেকে যৌবন, অভিনয়ে পদার্পন, মাদকাসক্ত হওয়া, নিজেকে মাদকের ছোবল থেকে বের করে এনে আবারও বলিউডে নিজের অবস্থান তৈরি করা ও শেষ পর্যন্ত মুম্বাই হামলায় জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করা। সব মিলিয়ে সিনেমার গল্পকেও হার মানানো সঞ্জয় দত্তের জীবনীমুলক এ চলচ্চিত্রটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে আয় তুলে নেয় ৪০০ কোটির বেশি।
আরআর/টিএ