আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে এবার জীবননাশের হুমকির অভিযোগ তুলেছেন আরেক কনটেন্ট নির্মাতা কামরুল ইসলাম রিয়াজ, যিনি 'ম্যাক্স অভি রিয়াজ' নামে পরিচিত। এ বিষয়ে তিনি গত রবিবার (২১ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির নম্বর ১২৭৭।
অভি রিয়াজ তার জিডিতে উল্লেখ করেন, ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন মিউজিক ও ড্যান্স কনটেন্ট তৈরি করা তাদের পেশা। দেড় মাস আগে হিরো আলমের রামপুরা অফিসে বৈঠক হয় এবং হিরো আলমের স্ত্রী রিয়া মনিকে নিয়ে কিছু মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা হয়। সে অনুযায়ী ১০ এপ্রিল ভিডিও তৈরি করে তা ১৫ এপ্রিল প্রচার করেন রিয়াজ।
ঠিক ওই রাতেই হিরো আলমের পালক পিতা মারা যান এবং এরপর থেকেই রিয়া মনি ও হিরো আলমের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। এই পারিবারিক দ্বন্দ্বে রিয়াজকে জড়ানো হয়। অভিযোগ অনুযায়ী, হিরো আলম রিয়াজকে গালিগালাজ করেন, ইউটিউব-ফেসবুক চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং পরিবারকেও ক্ষতির আশঙ্কা জানান।
খিলক্ষেত থানার এসআই মিঠুন চন্দ্র রায় জানান, জিডি গ্রহণ করা হয়েছে এবং ফেসবুক আইডি সংক্রান্ত বিষয় সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
এরই মধ্যে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং রিয়ামণি গণমাধ্যমে জানিয়েছেন যে হিরো আলম মানসিকভাবে অস্থিতিশীল এবং পরকীয়ায় জড়িত। তিনিও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, এর আগেও হিরো আলম ২০১৭ সালে তার প্রথম স্ত্রীকে এবং ২০২২ সালে দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দেন।
এসএস/টিএ