“ভুলতে বসেছিল বিশ্ব, রোহিঙ্গা সংকট ফের আলোচনায়”—প্রেস সচিব

রোহিঙ্গা সংকট ফের আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি অনেক দিন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরও বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল।

বুধবার কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের এসব তথ্য জানান শফিকুল আলম।

তিনি জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে পুনরায় জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি রোহিঙ্গাদের জন্য একটি হাই-রিপ্রেজেন্টেটিভ অফিস গঠন করেন এবং জাতিসংঘে এ নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামী সেপ্টেম্বরে ১৭০ দেশের অংশগ্রহণে একটি আলাদা সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সবশেষে শফিকুল আলম বলেন, ধারাবাহিকভাবে বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার মাধ্যমে প্রত্যাবাসনের পথ সুগম হবে বলে সরকার আশাবাদী।

এসএস/টিএ

Share this news on: