কুষ্টিয়ার মামলায় গ্রেফতার দেখানোর ব্যবস্থা করো, আইনজীবীর উদ্দেশ্যে ইনু

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার (২৩ এপ্রিল) আদালতে এসে তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞেস করেন, “আজকে কোনো মামলা আছে, কিছু জানো?” জবাবে সেলিম বলেন, “না, জানা নেই।”

তখন ইনু বলেন, “৮ মে কুষ্টিয়ায় মামলার তারিখ আছে। এখানে ৬ মে হাজিরা দিতে হবে। ৭ মে একটা মামলায় শ্যোন অ্যারেস্টের ব্যবস্থা করো, যাতে কুষ্টিয়ায় যেতে না হয়।” এ সময় আইনজীবী তাকে আশ্বস্ত করেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এভাবেই আইনজীবীর সঙ্গে আলাপ করেন হাসানুল হক ইনু। এদিন ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরএ/টিএ

Share this news on: