স্ত্রীকে হত্যার পর পাশেই বসেছিলেন, আটক স্বামী

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সুলেখা (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী রব মিয়া। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তার স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির লোকজন ঘরে ঢুকে বিছানায় সুলেখার গলা কাটা মরদেহ দেখতে পান। আর তার পাশে বসে ছিলেন স্বামী রব মিয়া, যার হাতে ছিল রক্তমাখা একটি ধারালো ছুরি এবং সামনে ছিল একটি খোলা কোরআন শরীফ। স্থানীয়দের দাবি, রব মিয়া দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘর থেকেই অভিযুক্ত রব মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ঘটনায় শোকাহত ও বিস্মিত। এলাকায় নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


এসএস/টিএ

Share this news on: