জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বাংলাদেশ খেলবে ‘নতুন ক্রিকেট’। তবে মাঠের বাস্তবতায় সিলেট টেস্টে সেই নতুনত্ব দেখা গেল না। পুরোনো ব্যর্থতার গল্পই যেন আরও একবার ফিরে এলো। মাত্র চারদিনেই জিম্বাবুয়ের কাছে হেরে গেল টাইগাররা, আর প্রতিটি দিনেই দাপট দেখিয়েছে ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দল।
আজ বুধবার (২৩ এপ্রিল) চতুর্থ দিনের শেষ বিকেলে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। টেস্ট জিততে সফরকারীদের প্রয়োজন ছিল ১৭৪ রান, ৭ উইকেট হারিয়ে তারা সেই লক্ষ্যে পৌঁছে যায়। যদিও শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের নিয়ন্ত্রণ থেকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা চালান মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। তবে জিম্বাবুয়েই শেষ পর্যন্ত তাদের গন্তব্যে সফলভাবে পৌঁছে গেছে।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচটি আমি একাই হারিয়েছি। তাই একাই হারের দায়ভার নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি সময় নিতে পারতাম। যদি চিন্তা করেন পুরো ম্যাচটা আমি অধিনায়ক হিসেবে হারিয়ে দিয়েছি। কারণ সত্যি কথা সকালে আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গিয়েছিল।'
এমন হার হতাশাজনক উল্লেখ করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই হতাশাজনক, পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি। যার কারণে ম্যাচটা হারা। অতিরিক্ত আপসেট বলব না, তবে আমরা ভালো করিনি।’
মিরাজ-তাইজুলের প্রশংসা করার পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, ‘আমার আউট পুরো ব্যাটিংটা নষ্ট করে ফেলেছিল। ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হয়েছে যে হেরে গেছি। মিরাজ এবং তাইজুল ভাই ভালো চেষ্টা করেছে। অসম্ভব ভালো বোলিং করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে। বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে যথেষ্ট রান ছিল না।’
আরএম/টিএ