কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে আবাসিক হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাময়িক বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে সাতটি আবাসিক হলও পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মোহাম্মদ মাছুদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে এবং পূর্ব নির্ধারিত ২ মে’র বদলে হলগুলো খুলে দেওয়া হয়েছে ২৩ এপ্রিল বিকেলেই।

সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের চলমান অনশন কর্মসূচি ভাঙার আহ্বান জানানো হয় এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সহযোগিতার অনুরোধ জানানো হয়।

এর আগে, গত ১৪ এপ্রিল ১০১তম সিন্ডিকেট সভায় কুয়েটে ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেন এবং নিজেরাই আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করেন।

উল্লেখ্য, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে।


এসএস/টিএ

Share this news on: