পায়ের শক্তি ও ভারসাম্য বাড়ে খালি পায়ে হাঁটলে, তবে ঝুঁকির ক্ষেত্রে সাবধান হওয়া জরুরি

বাচ্চাকালে হয়তো অনেকেই খালি পায়ে দৌড়েছেন মাটির পথ, ঘাস কিংবা বালির উপর দিয়ে। বড় হয়ে তা অনেকটা বিলাসিতা মনে হতে পারে, তবে বিজ্ঞান বলছে—খালি পায়ে হাঁটার রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা। ‘আর্থিং’ বা ‘গ্রাউন্ডিং’ নামে পরিচিত এই প্রাকৃতিক অভ্যাসটি শুধু ভালো লাগার ব্যাপার নয়, বরং বাস্তবিক উপকারও করে শরীরের।

তবে সাবধান! সব জায়গায় খালি পায়ে হাঁটা স্বাস্থ্যকর নয়। কোথায়, কখন ও কাদের জন্য এটা উপকারী, আর কখন তা বিপজ্জনক হয়ে উঠতে পারে—জেনে নিন বিস্তারিত।
কী কী উপকার পাবেন খালি পায়ে হাঁটলে?

পায়ের পেশি ও গঠন মজবুত হয়
জুতোর ভেতরে দিনের পর দিন বন্দি থেকে আমাদের পায়ের পেশিগুলো অলস হয়ে পড়ে। খালি পায়ে হাঁটার ফলে সেই পেশি, লিগামেন্ট ও টেনডনগুলো সক্রিয় হয়, যা পায়ের গঠন উন্নত করে ও ব্যালান্স বাড়ায়। নিয়মিত এই অভ্যাসে পায়ের চাপবন্টন হয় সঠিকভাবে।

শরীরের ভারসাম্য ও ভঙ্গি উন্নত হয়
খালি পায়ে হাঁটার ফলে মাটির স্পর্শ ও গঠনের প্রতি সচেতনতা বাড়ে। এতে শরীরের proprioception (নিজ শরীরের অবস্থান বোঝার ক্ষমতা) বৃদ্ধি পায়, যা হাঁটার ভারসাম্য ও শরীরের ভঙ্গি উন্নত করতে সাহায্য করে।

জয়েন্ট ব্যথায় উপশম মিলতে পারে
গবেষণায় দেখা গেছে, নরম ও অসম মাটিতে খালি পায়ে হাঁটলে হাঁটু ও কোমরের উপর চাপ কম পড়ে। তবে মনে রাখতে হবে, এটা সব ধরণের জয়েন্ট সমস্যার সমাধান নয়।

রক্ত সঞ্চালন বাড়ে
পায়ের পাতায় রয়েছে অসংখ্য স্নায়ু ও রক্তনালী। খালি পায়ে হাঁটলে এদের উদ্দীপনা ঘটে, যা রক্ত চলাচল বাড়ায়। ঠান্ডা পা কিংবা দীর্ঘসময় বসে থাকা মানুষদের জন্য এটা দারুণ উপকারী।

‘আর্থিং’ বা ‘গ্রাউন্ডিং’ এর মানসিক প্রশান্তি
মাটির সাথে সরাসরি সংযোগ মানসিক প্রশান্তি এনে দিতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি স্ট্রেস, ঘুমের সমস্যা ও ব্যথা উপশমেও কার্যকর হতে পারে।

যেসব ক্ষেত্রে খালি পায়ে হাঁটা বিপজ্জনক?
ফ্ল্যাট ফুট, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা পায়ের যন্ত্রণায় কষ্ট পেলে সতর্ক হন
এ ধরনের সমস্যায় খালি পায়ে হাঁটা উল্টো ব্যথা বাড়াতে পারে। তাই এসব ক্ষেত্রে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শহরের রাস্তা বা ফুটপাত—না!
ঘাস বা বালির উপর হাঁটা যতই স্বাস্থ্যকর হোক না কেন, শহরের ধুলোবালি, ভাঙা কাচ, রাসায়নিক ও জীবাণুতে ভরা পথ খালি পায়ে হাঁটার জন্য একেবারেই উপযুক্ত নয়।

ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক
ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যথা টের না পাওয়ার আশঙ্কা থাকে। ফলে ছোট একটি কাটা কিংবা পুড়ে যাওয়া বড় বিপদ ডেকে আনতে পারে।

চরম গরম বা ঠান্ডা থেকে বিরত থাকুন
গরম রাস্তায় খালি পায়ে হাঁটলে পুড়ে যাওয়া বা ফোস্কা পড়ার ঝুঁকি থাকে। আবার ঠান্ডা মেঝেতে হাঁটলে সংবেদনশীল মানুষদের ক্ষেত্রে পেশি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কালস বা ছত্রাক সংক্রমণের ভয়
বারবার খালি পায়ে হাঁটলে পায়ের তলায় চামড়া মোটা হয়ে যেতে পারে বা ফাংগাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে ভেজা জায়গায় হাঁটলে।

কীভাবে নিরাপদে শুরু করবেন খালি পায়ে হাঁটার অভ্যাস?
শুরুতে নিজের বাসার লন, বারান্দা বা পরিচ্ছন্ন বালুর জায়গায় হাঁটা শুরু করুন।
দিনে কয়েক মিনিট, ধীরে ধীরে সময় বাড়ান।
ব্যথা বা অস্বস্তি অনুভব করলে জুতা পরে নিন।
ব্যায়াম করার সময় খালি পায়ে যোগব্যায়াম বা মেডিটেশন করাও উপকারী হতে পারে।

খালি পায়ে হাঁটা নিঃসন্দেহে উপকারী—তবে সবার জন্য না, সব জায়গায় না। সচেতনভাবে ও নিরাপদ পরিবেশে এই অভ্যাস গড়ে তুললে শরীর-মন দুটোই উপকৃত হবে। চেষ্টা করে দেখুন—হয়তো খালি পায়ের স্পর্শে আপনি ফিরে পাবেন প্রকৃতির স্নেহছোঁয়া আর নিজের ভেতরের ভারসাম্য।
কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সৌরভ গাঙ্গুলীর জীবনীচিত্রের শুটিং শুরু মার্চে Jan 25, 2026
img
জামায়াত বসন্তের কোকিলের মতো, কাজের সময় দেখা যায় না: পাপিয়া Jan 25, 2026
img
আজ কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায় Jan 25, 2026
img
প্রভাসকে ঘিরেই লেখা ফৌজির গল্প Jan 25, 2026
img
মির্জাপুরে ট্রাক ও ১৪ টন রডসহ ডাকাতচক্রের দুই সদস্য গ্রেপ্তার Jan 25, 2026
img
মঞ্চে সস্ত্রীক গান গেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর Jan 25, 2026
img
“গণভোটে ‘হ্যাঁ’ দিলে জামায়াত ভোট পাবে, ‘না’ দিলে বিএনপি” Jan 25, 2026
img
স্ক্রিনে নাটকী সংঘাতের পরেও শাশুড়ির সঙ্গে অঙ্কিতার উষ্ণ সম্পর্ক Jan 25, 2026
img
আরববিশ্বের পাঠক্রমে এআই-এর অন্তর্ভুক্তি Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রধানমন্ত্রীকে সরাতে চায় হাইতির অন্তর্বর্তী সরকার Jan 25, 2026
img
তারেক রহমানের সমাবেশস্থল ঘুরে দেখলেন সিএমপি কমিশনার Jan 25, 2026
img
সালমান খানের পরিচালনা নির্মিত হবে বাবার সালিম খানের বায়োপিক Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন, চীন আর প্রধান হুমকি নয় Jan 25, 2026
img
ঢাবি ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ Jan 25, 2026
img
দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার কে: রজনীকান্ত নাকি চিরঞ্জীবী! Jan 25, 2026
img
সমাজের বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ বিদ্যা বালানের Jan 25, 2026
img
প্রয়াত তারকার জীবনীচিত্রে রাশমিকার নাম ঘিরে উত্তেজনা! Jan 25, 2026
img
অজিতের নতুন ছবি 'একেএক্সটি ফোর’–এর শুটিং শুরু ফেব্রুয়ারিতে Jan 25, 2026
img
তিন দশকের ক্যারিয়ারে রানি মুখার্জিকে করণ জোহরের শ্রদ্ধা Jan 25, 2026
img
অনুমতি ছাড়াই বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা Jan 25, 2026