সোশ্যাল মিডিয়ার যুগে ব্যক্তিগত তথ্য বা ভিডিও গোপন রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, এবং জনপ্রিয় ব্যক্তিত্বদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন। সম্প্রতি পাকিস্তানের নামকরা টিকটকার সজল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার দাবি উঠেছে। এর ফলে অনলাইনে চলছে ব্যাপক আলোড়ন এবং আলোচনা।
নেটিজেনরা দাবি করেন, ভাইরাল সেই ভিডিওতে সজল মালিকের উপস্থিতি রয়েছে; যা নিয়ে ইতোমধ্যে তোলপাড় সামাজিক মাধ্যম। তবে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সজল মালিকের ভক্তরা; ভিডিওটি শেয়ার না করার এবং তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
অনেকে আবার ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, এটি সাজানো হতে পারে।
আবার অনেকে মনে করছেন, ইচ্ছাকৃতভাবে সজলের ভিডিওটি ফাঁস করা হয়েছে, যাতে তার জনপ্রিয়তা ও ফলোয়ারের সংখ্যা আরও বাড়ে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সাজল মালিক কোনো প্রতিক্রিয়া জানাননি।
পাকিস্তানের শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন নয়। এর আগেও মিনাহিল মালিক ও ইমশা রহমানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল।
২০২৪ সালের নভেম্বরে মিনাহিল মালিক আইনগত সহায়তা নিয়েছিলেন এমন এক ঘটনার পর। দিন দিন এমন ঘটনা বাড়তে থাকায় শোবিজ তারকাদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের একাংশের মধ্যে।
আরএম/টিএ