ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ও আজ ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও তাহেরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন রাত ১২টা ৫ মিনিটে উত্তরা-১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে, ২টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে এবং ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা গ্রেফতার হন।

ডিবি আরও জানায়, তেজগাঁও বিভাগের ডিবি বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে ভাষানটেক এলাকা থেকে কামাল হোসেন শেখকে গ্রেফতার করে। একইদিন বংশাল থেকে আসাদুল্লাহ শিপলু ও মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় লালবাগ থেকে মো. রুহুল আমীন, রাত ১১টা ৩০ মিনিটে মতিঝিল থেকে হাবিবুর রহমান হাবিব ও একই সময় বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবির সংশ্লিষ্ট বিভাগ।

ডিবি বলছে, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত ছিল।

উল্লেখ, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কায় সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বেড়েছে। হঠাৎ করে মিছিল শুরুর ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দোকান বসানো নিয়ে হট্টগোল, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত Apr 24, 2025
img
ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার না করার আহ্বান ডিএনসিসির Apr 24, 2025
img
পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড Apr 24, 2025
img
মৌসুম শেষেই লেস্টার সিটি ছাড়ছেন ভার্ডি Apr 24, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১৭ জন Apr 24, 2025
img
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে প্রতিবাদ করার আহ্বান Apr 24, 2025
img
বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ- তারেক রহমান Apr 24, 2025
img
ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দক্ষিণ সিটির ওয়ার্ড সচিব Apr 24, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Apr 24, 2025
img
হামজাদের ম্যাচ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বাফুফের Apr 24, 2025