নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না। তিনি অভিযোগ করেন, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা এখনও বহাল তবিয়তে আছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রুহুল কবির রিজভী বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকি দিচ্ছে। ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এই সাহস পায় কীভাবে?’ রিজভী অভিযোগ করেন, হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকির মাধ্যমে অন্তবর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে।

রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো ফেলে রাখা হত। ডিভিশন দেওয়া হতো না, অথচ এদের (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে হুমকি দিচ্ছে।’ রিজভী দাবি করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবতায় এই সুযোগ পাচ্ছে তারা।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলনে, ‘রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। আজও কেন তারা ধরা ছোয়ার বাইরে?’

রিজভী বলেন, ‘প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা বহাল তবিয়তে আছে, সরকারের ওপর মহলে টাকা দিয়ে তারা সপদে বহাল আছে যা বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ