শোকপ্রকাশ করেও কাজ হলো না, আটকে গেল পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি!

কথা ছিল, ৯ মে ভারতে ‘আবির গুলাল’ রিলিজ করবে। কিন্তু পহেলগাম সন্ত্রাসের জেরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠে নেটপাড়াজুড়ে।

মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, তার জেরেই ভারতে ‘আবির গুলাল’ মুক্তি আটকাতে তৎপর তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 

বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর থেকে এদেশে পাক তারকাদের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। তবে চলতি বছরের মে মাসেই বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর হাত ধরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তন করার কথা ছিল। কিন্তু পহেলগাম সন্ত্রাসের পর সেটাও আর সম্ভব নয়!

এদিকে ভারতীয় সিনে সংগঠনের হুঁশিয়ারি এবং নেটপাড়াজুড়ে ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠার পরই অভিনেতাকে শোকবার্তা জ্ঞাপন করতে দেখা যায়। ফাওয়াদ তার ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘পহেলগামে এমন জঘন্য হামলার খবর শুনে, আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়ানক ঘটনার শিকার হতে হল যাদের, তাদের জন্য প্রার্থনা করছি এবং এই কঠিন সময়ে নিহতদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।’ এর আগে ‘খুবসুরত’, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো বলিউড ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান।

৯ বছরের বনবাস কাটিয়ে সবে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পয়লা এপ্রিলই মুক্তি পেয়েছে তার অভিনীত বলিউড ছবি ‘আবির গুলাল’-এর ঝলক। যেখানে বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাকমুলুকের ‘হ্যান্ডসাম হিরো’। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোল উঠলেও হুঁশিয়ারি দিয়েছিল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে ‘দক্ষযজ্ঞ বাঁধবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ওই রাজনৈতিক দল। এবার পহেলগাম কাণ্ডের পর ফের একবার বলিউড সিনে সংগঠনের তরফে পাকশিল্পীকে বয়কটের ডাক ওঠে। তার জেরেই ভারতে আটকে গেল ‘আবির গুলাল’-এর মুক্তি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘ঈশ্বরও সমালোচনার ঊর্ধ্বে নন’—ডিভোর্স ইস্যুতে ট্রোলের জবাবে চাঁচাছোলা রহমান Apr 25, 2025
img
ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার বৈপ্লবিক ওষুধ আবিষ্কার Apr 24, 2025
img
বাবরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড কোহলির Apr 24, 2025
img
এইচপির ব্যাটিং কোচ হলেন রাজিন সালেহ Apr 24, 2025
img
তিন আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের প্রস্তুতির দায়িত্ব নিল জাতীয় ক্রীড়া পরিষদ Apr 24, 2025
img
ভারতে বন্ধ পিএসএলের সম্প্রচার Apr 24, 2025
img
তন্ময়সহ শেখ পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Apr 24, 2025
img
তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার Apr 24, 2025
img
টোল প্লাজায় যুবদলের হামলার অভিযোগ, আহত পাঁচ : ১৪ লাখ টাকা লুট Apr 24, 2025
img
শ্রীলঙ্কার ৩ নাগরিক উদ্ধার, প্রশংসায় ভাসছেন ডিআইজি Apr 24, 2025