অরিজিৎ সিংয়ের প্রতিবাদী ভাষা বরাবরই ভিন্ন। সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনও ইস্যুতে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ না করে নিজের সৃজনশীলতার মাধ্যমেই নিজের অবস্থান ব্যক্ত করতে অভ্যস্ত গায়ক। গতবছর প্রতিবাদের আবহেও কতিপয় শব্দ খরচ না করে ‘আর কবে’ শীর্ষক গান বেঁধে নেটপাড়ার একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন অরিজিৎ সিং।
গত দু’ দশকে অন্যতম বড় জঙ্গিহামলা যখন দেশবাসীর মনে ‘ধর্মের ধ্বজাধারী দৈত্যদানো’দের বিরুদ্ধে রাগ-বিদ্বেষের জন্ম দিয়েছে, তখন সেই আবহে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করে দিলেন অরিজিৎ। আসমুদ্র হিমাচলের শ্রোতা-অনুরাগীদের কাছে তাঁর কনসার্ট মানেই উন্মাদনা। কাতারে কাতারে ভিড়। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাম সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে এক বিবৃতি জারি করে।
সেই বিবৃতিতে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সম্মিলিত সিদ্ধান্তে, আগামী রবিবার, ২৭শে এপ্রিল চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হল। আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়ক এবং তাঁদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।
পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনার এই কালো স্মৃতি হয়তো চিরকাল তাড়া করে বেড়াবে গোটা দেশকে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা। ‘আগর ফিরদৌস বার রু-ই জমিন আস্ত, হামিন আস্ত-ও, হামিন আস্ত-ও, হামিন আস্ত…’, ভবিষ্যতে ভূস্বর্গে দাঁড়িয়ে হয়তো আমির খসরুর লেখা এই ফারসি পংক্তি আওড়াতে গিয়ে শিউড়ে উঠবেন পর্যটকরা! এহেন ভয়ঙ্কর ঘটনায় আমজনতার সঙ্গে ঘুম উড়েছে তারকাদেরও। বলিউডের পাশাপাশি প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের গ্ল্যামারদুনিয়ার সেলিব্রেটিরাও।
আরআর/টিএ