কাশ্মিরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে শোক প্রকাশের পর, রাতেই নিজের ফেসবুকে বড় ঘোষণা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়ে দিলেন, আর কোনও সিনেমার প্রিমিয়ারে যাচ্ছেন না—নিজের ছবিরটিও নয়।
স্বস্তিকা লেখেন,“আমি আর কোনও ছবির প্রিমিয়ারে যাচ্ছি না। আমায় নিমন্ত্রণ করবেন না। মুখের উপর ‘না’ বলতে না পারলেও হাসিমুখে কাটিয়ে দেব।” প্রিমিয়ারে ভক্তদের ভিড়, ঠেলাঠেলি, ও নজরদারি ছাড়াই মোবাইল ক্যামেরা হাতে ভ্লগারদের অনুপ্রবেশে অতিষ্ঠ অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, “কে সংবাদমাধ্যম, কে ইনফ্লুয়েন্সার—বোঝা যাচ্ছে না। কেউ আমার ছবি তুলতে গিয়ে আমাকেই ধাক্কা মেরে ফেলেছে।”
স্বস্তিকার মতে, ছবির কুশলীদের প্রিমিয়ারে উপেক্ষা করা হয়, অথচ তারকারা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান। “যারা গরমে গ্লুকোজ, জল এগিয়ে দেন, তাদেরই ডাকা উচিৎ আগে। শুধু দেখনদারিতে সব ঠেকেছে।”
তিনি আরও বলেন, প্রিমিয়ারের বদলে পরে টিকিট কেটে ছবি দেখা অনেক শান্তিপূর্ণ।
এসএস