সারার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন, শোকবার্তার সঙ্গে কাশ্মীর সফরের ছবি ঘিরে বিতর্ক

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলাকারীরা ছিল ৫–৬ জন, মুখে মাস্ক এবং হাতে ছিল একে-৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র। হঠাৎ করেই তারা পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এই নির্মম ঘটনায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও শোক। সমাজমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও। সমবেদনা জানিয়েছেন সইফ আলি খানের মেয়ে ও অভিনেত্রী সারা আলি খানও। কিন্তু এই সমবেদনার বার্তা ঘিরেই বিতর্কে জড়ালেন তিনি।

ঘটনার প্রেক্ষিতে সারা ইনস্টাগ্রামে লেখেন, “এমন এক নৃশংস ঘটনায় মনটা কেঁপে উঠেছে। কাশ্মীর তো পৃথিবীর স্বর্গ, সেখানে এমন বর্বরতা কল্পনাতীত। আমি শান্তি চাই, চাই বিচার।” কিন্তু এই বক্তব্যের সঙ্গে নিজের কাশ্মীর ভ্রমণের একটি পুরনো ছবি পোস্ট করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন সারা।

নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, “এত বড় একটা ট্র্যাজেডির সঙ্গে নিজের হাসিমাখা ছবি দেওয়া কতটা অপ্রাসঙ্গিক? এটা কি সংবেদনশীলতার অভাব নয়?” কেউ আবার সরাসরি তাকে ‘বোকা’ ও ‘অসম্পর্কিত ছবি পোস্ট করা’ নিয়ে কটাক্ষ করেন।

তবে এখন পর্যন্ত এসব সমালোচনার কোনও উত্তর দেননি সারা আলি খান।


এসএস

Share this news on:

সর্বশেষ