চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টা ও দুপুর ১২টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে সীতাকুণ্ডে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে নাস্তা করতে নামেন রাকিব (১৭) নামে এক হেলপার। এসময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা দেয়। এতে রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন কাভার্ড ভ্যানের চালক। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়নের ইউনিটেক্স কারখানার সামনে একটি স্ক্র্যাপ বোঝাই ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সারোয়ার আলমকে (৩৭) চাপা দিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সারোয়ার।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
আরএ/টিএ