গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে বিদায়ের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদি সমাবেশে এ দাবি তোলা হয়।
জুলাই অভ্যুত্থানে চোখ হারানো এক আহত ব্যক্তি সমাবেশে বলেন, ‘আমি চোখহারা জুলাই যোদ্ধা হয়ে বলতে চাই, এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে পারে না। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের এ দেশে জায়গা হবে না। যারা দিল্লি বা পাকিস্তানের প্রেস্ক্রিপশনে দেশ চালাতে চায়, তারা যেন ভারত বা পাকিস্তানে চলে যায়। আমরা বাংলাদেশপন্থীরা নতুন দেশ গঠন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এ বি জোবায়ের বলেন, ‘আমাদের জুলাই এখনো শেষ হয়নি। আমাদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কেউ কেউ আজ টাকার পাহাড় গড়েছে, অথচ আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কেউ আমাদের আশা বিক্রি করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমরা চাই, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। পাশাপাশি গণভোটের মাধ্যমে দলটিকে চিরতরে বিদায় করতে হবে। শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডসহ সব ঘটনার বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।’
শহিদ সাইমের মা বলেন, ‘আমার ছেলে কী অপরাধ করেছিল, যে ১৯ জুলাই যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা গেল? আমি শহিদের মা হয়ে বলছি, আওয়ামী লীগ যেন আর এ দেশে রাজনীতি করতে না পারে।’
টিএ/