কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল রঙের ফাইল জমা দেন, যা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই সাক্ষাতের সময় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাষ্ট্রপতির হাতে লাল ফাইল তুলে দিচ্ছেন অমিত শাহ ও জয়শঙ্কর। ধারণা করা হচ্ছে, একটি ফাইল যুদ্ধ শুরুর অনুমতির অনুরোধ এবং অপরটি অতি সংকটময় পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ শক্তি ব্যবহারের বিষয়ে ‘গ্রিন সিগনাল’-এর আবেদন হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একইদিন সন্ধ্যা ৬টায় কাশ্মীর পরিস্থিতি নিয়ে সংসদে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করে কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া লাল ফাইলগুলোর বিষয়বস্তু সরকারি সূত্রে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হয়তো সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে জরুরি প্রতিরক্ষা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অংশ হতে পারে।
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলায় একাধিক প্রাণহানি ও নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে ‘লাল ফাইল’ জমা দেওয়ার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এসএস