চুয়াডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওই ছাত্রী (১৮) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সাজিদ হাসান। তিনি দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।
মামলার এজাহারে বলা হয়েছে, সাজিদ হাসান শিক্ষকতার পাশাপাশি শহরে বাসাভাড়া নিয়ে প্রাইভেট পড়ান। ভুক্তভোগী ছাত্রী ২০২০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এইচএসসি পাসের পর তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ সময়ের মধ্যে বিয়ের কথা বলে সাজিদ হাসান ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের কথা বললে নানা টালবাহানা করে এড়িয়ে যান তিনি।
মামলার বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান সাজিদ হাসান। অভিযোগের বিষয়ে জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, মামলার বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। আজকে জরুরি সভা ডাকা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
আরএম/এনএস