এক ভিডিও বার্তায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, ‘আমাদের নিয়ত পরিষ্কার। আমরা যা বলেছি, তা অবশ্যই করব, ইনশাআল্লাহ’ মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই ভিডিও বার্তায় তিনি দেশের জনগণের উদ্দেশ্যে আশা ও প্রতিশ্রুতির বার্তা দেন। তার এ বার্তা থেকে বোঝা যায়, জনগণের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অটুট থাকবে।
উক্ত ভিডিও বার্তায় তারেক আরও উল্লেখ করেন, ‘আমরা মানুষের সামনে যা যা কমিট করেছি, আমরা সেটা করব।’ শুধু তাই নয়, তিনি বিভিন্ন শঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘একটা মানুষ বা দলের অনেক কমিটমেন্ট থাকতে পারে। আবার পারিপার্শ্বিক নানা কারণে সেখানে লিমিটেশন আসতে পারে। এতে সে ১০০ শতাংশ সফল নাও হতে পারে। তারপরও আমি বলব, আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়।’
তার এই বক্তব্যে আত্মবিশ্বাস, স্পষ্টতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার দৃঢ় প্রকাশ ঘটেছে। পাশাপাশি ভিডিও বার্তাটি দেখে সাধারণ জনগণ মিশ্র মন্তব্যও করেছেন।
এসএম/এসএন