৫০টিরও বেশি ছবির নায়িকা এখন প্রবাসীর ঘরের বউ!

নব্বই দশকে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা ছিলেন সোনিয়া। তিনি ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি রয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজসহ প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাট’কেও অ’ভিনয় করতেন। কিন্তু প্রায় দশ বছর ধরে সব ধরনের অ’ভিনয়ের বাইরে তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানেই তিনি চিরায়ত বাঙালি না’রীর মতো সংসার আগলে সংসারী হয়েছেন।

পাশাপাশি স্থানীয় বাঙালি কমিউনিটির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা’ণ্ডের স’ঙ্গেও জ’ড়িত আছেন। সেখানে তিনি হাসি নামেই সবার কাছে পরিচিত সোনিয়া। কয়েক বছর আগে বিয়ে করে সিলেটের লন্ডন প্রবাসী স্বা’মীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন।

বর্তমানে এই অ’ভিনেত্রী লন্ডনের নাগরিক হিসেবে সেখানেই বাস করছেন। বৈবাহিক জীবনে সোনিয়া তিন স’ন্তানের জননী। সোনিয়ার নিজস্ব ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি এখন ধ’র্মকর্মে বেশ মনোযোগী, সবসময় পর্দা করেই চলাফেরা করেন।

সোনিয়ার ঘনিষ্ঠজনদের কাছে খোঁজ নিলে তারা জানান, এখন বাংলাদেশে বসবাস কিংবা এদেশের মিডিয়ায় কাজ করার সোনিয়ার বিন্দুমাত্র আ’গ্রহ নেই। স্বা’মী সংসার নিয়ে তিনি ডুবে আছেন লন্ডনেই। কবে দেশে ফিরবেন সোনিয়া সেটাও নিশ্চিত করে বলতে পারেনি সোনিয়ার দূর স’ম্পর্কের স্বজনরা।

প্রস’ঙ্গত, ১৯৯১ সালে ‘মা’স্তান রাজা’ ছবিতে অ’ভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অ’ভিনয় শুরু। এরপর অ’ভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রে’ম শ’ক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন।

১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন। সোনিয়া সর্বশেষ অ’ভিনয় করেন দেবাশীষ বিশ্বা’স পরিচালিত ‘শুভ বিবাহ’ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অ’ভিনয় করতে দেখা যায়নি।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রেমিকদের সংখ্যা নিয়ে কোনো আফসোস নেই শ্রুতি হাসানের Apr 27, 2025
img
জুয়ার অ্যাপের প্রচারণায় নামলেন মিথিলা Apr 27, 2025
img
বাংলাদেশের সাথে লাগতে আসবেন না, টিকতে পারবেন না — শুভেন্দুকে নুরের হুঁশিয়ারি Apr 27, 2025
img
বিমানের ইকোনমি ক্লাসে বসে প্রশংসায় ভাসছেন রজনীকান্ত Apr 27, 2025
img
নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের Apr 27, 2025
img
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ Apr 27, 2025
img
বড় রকমের শাস্তি পেতে পারেন রুডিগার Apr 27, 2025
img
মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির Apr 27, 2025
img
ঢাকায় বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল Apr 27, 2025
img
জয়কে হত্যাচেষ্টা মামলায় শফিক রেহমানের আপিল শুনানি শেষ Apr 27, 2025