সিলেট সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার করা সাড়ে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বুধবার সকালে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় বিজিবি ৪৮ এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, এসিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় মদ ৩৬ হাজার ৮৭ বোতল, বাংলা মদ ১ হাজার ৬৫৯ লিটার, বিয়ার ১ হাজার ৮১২ বোতল, ফেনসিডিল ২ হাজার ২৭২ বোতল, ইয়াবা ২৫৭ পিস, গাঁজা ১০ হাজার ৬০০ কেজি এবং ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় নাছিরুদ্দিন বিড়ি।
বিজিবি জানায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন সময় সিলেটের সীমান্ত এলাকায় অভিযানে এসব মাদকদব্য জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।
টাইমস/এইচইউ