ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি আমরা শুনছি। সংস্কার কাজ সম্পন্ন হলেই এবং জুলাই চার্টার সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না।

জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায়-এমন প্রশ্নের উত্তরে সফিকুল আলম বলেন, জনগণ চাইতেই পারে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে বলেও জানান তিনি। পোপের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের অন্তত ১৩০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে।
তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে একশর বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে ভুল না করতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের Jul 19, 2025
‘দেশের সেবা করার সুযোগ পেলে জামায়াত সেবক হবে, মালিক না Jul 19, 2025
img
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল Jul 19, 2025
img
চার ঘণ্টা ধরে লাইনচ্যুত পাহাড়িকা, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিপর্যয় Jul 19, 2025
img
জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি : তাহের Jul 19, 2025
img
হাসপাতালে জামায়াত আমিরের পাশে বিএনপি মহাসচিব ও ড. মঈন খান Jul 19, 2025
img
এসএসসি পুনঃনিরীক্ষণ: শুধু ঢাকায় ৯২ হাজার শিক্ষার্থী, সর্বমোট আবেদন ২ লাখ ২৩ হাজার Jul 19, 2025
img
নতুন বিপ্লবের ডাক দিয়ে সাদিক কায়েম বক্তব্য Jul 19, 2025
img
ঘূর্ণিঝড় নয়, তবে লঘুচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে Jul 19, 2025
img
উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার Jul 19, 2025
img
নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি কিন্তু পিআরে'র দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে : সালাহউদ্দিন আহমদ Jul 19, 2025
img
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ Jul 19, 2025
img
সৃজিত-সুস্মিতার বন্ধুত্বে প্রেমের গন্ধ? সৃজিত বললেন, ‘রিল্যাক্স’ Jul 19, 2025
যেকোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে; লিটন দাস Jul 19, 2025
img
করলে তো অনেক কিছু করা যায়, রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায় : লিটন Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান Jul 19, 2025
img
রাশিয়ার জ্বালানি তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউ’র Jul 19, 2025
img
সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক সহায়তার অভিযোগ মিথ্যা: আইএসপিআর Jul 19, 2025
img
সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন : মির্জা ফখরুল Jul 19, 2025