নিজের ব্র্যান্ড নিয়ে কলকাতায় হাজির আরিয়ান খান

নিজের ব্যাবসায়িক ব্র্যান্ডের নতুন পণ্য লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ২৬ এপ্রিল ইডেন গার্ডেনে হবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের খেলা। সেদিনই কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হবে একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে আরিয়ান খান লঞ্চ করবেন নিজের নতুন ব্র্যান্ড।

জানা যায়, আইপিএলের খেলা দেখতে আগেও বহুবার ইডেনে তথা কলকাতায় এসেছেন আরিয়ান খান। তবে এবার তিনি আসছেন নিজে ব্যাবসায়িক প্রচারে। বাবার মতো অভিনয়ে না এলেও বাবার মতোই পাকা ব্যবসায়ী ছেলে। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শাহরুখ খান। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে কলকাতায় আসছেন তিনি।

সেদিন আরিয়ানের সঙ্গে থাকবেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে শাহরুখ খান এই অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরএম/এসএন 





Share this news on:

সর্বশেষ