পেশাগত কারণের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার নেটিজেনদের মাঝে চর্চায় থাকেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। সম্প্রতি নতুন করে প্রেমে পড়ার কথা ভক্ত-অনুরাগীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।
এরপর থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন, তবে কি আবারও বিয়ে করবেন অভিনেতা? তবে এবার অন্য বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আমিরের মেয়ে ইরা খান বাবার মতো অভিনয় জগতে আসতে চাননি। নিজের মতো করেই ক্যারিয়ার তৈরি করতে চেয়েছেন বরাবর।
হঠাৎ কী এমন হয়েছে তার? ইরার নাকি ভীষণই আফসোস যে তিনি সেভাবে অর্থ উপার্জন করছেন না। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ২৭ বছর বয়সেও তিনি ‘বেকার’। তবে মেয়ের মন খারাপের খবর পেয়ে চুপ থাকেননি বাবা।
‘পিঙ্কভিলা’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরা বলেন, ‘আমার বাবা আমার জন্য অনেক টাকা খরচ করেছেন। আমার বয়স এখন ২৭ বছর। আমিই হয়ত পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। কারণ, এখনও তেমন কিছু করি না।’
মেয়েকে আশ্বস্ত করে আমির খান বলেন, ‘কিছু মানুষ অন্যদের সাহায্য করে এবং বিনিময়ে টাকা নেয়। যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের উপকার করছো, ততক্ষণ বেকার নও। বিনিময়ে টাকা নেওয়া বা না নেওয়া একেবারেই আলাদা বিষয়।’
তার কথায়, ‘তাদের কাজে লাগবে এটাই যথেষ্ট। তুমি এত মানুষকে সাহায্য করো, বাবা হিসেবে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তুমি টাকা রোজগার করছো কি না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তুমি তোমার কাজ ভালো ভাবে করছো, এটা গুরুত্বপূর্ণ।’
ইরাকে জীবনের আসল উদ্দেশ্য বুঝতে এবং মানুষের উপকারের পরামর্শ দেন আমির। প্রসঙ্গত, ইরা একটি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সংস্থার সিইও। তাই আমির তাকে জানান, চাকরির মাধ্যমে অর্থ উপার্জনের পরিবর্তে ইরা যেন তার কাজের প্রতি মনোসংযোগ করেন।
এসএম/টিএ