চায়ের জনপদে কফির জয়যাত্রা: চীনের ইউনান অঞ্চলে কফি বিপ্লব

দক্ষিণ-পশ্চিম চীনের পাহাড়ঘেরা এক ক্যাফেতে লিয়াও শিহাও স্থানীয়ভাবে উৎপাদিত কফি বিন দিয়ে তৈরি করছেন গরম কফি। এই অঞ্চলের ঐতিহ্যবাহী পানীয়র মাঝে এটি এখন এক আধুনিক সংযোজন।

চীনের পু’এর থেকে এএফপি জানায়, শত শত বছর ধরে ইউনান প্রদেশের পু’এর অঞ্চল তার সমৃদ্ধ ফারমেন্টেড চায়ের জন্য বিখ্যাত, যাকে কখনো কখনো ‘পু-এহ’ চা হিসেবেও ডাকা হয়। এই চা পূর্ব এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে ব্যাপক পরিচিত।

কিন্তু এখন যখন তরুণ চীনারা তীব্র এসপ্রেসো, ফেনাযুক্ত লাটে ও ফ্ল্যাট হোয়াইটের স্বাদে আকৃষ্ট হচ্ছেন, তখন অনেক চাষি ঐতিহ্যবাহী চায়ের পাশাপাশি কফি উৎপাদনের দিকেও ঝুঁকছেন।

২৫ বছর বয়সী লিয়াও এএফপিকে বলেন, ‘মানুষ এখন আমাদের হাতে তৈরি ড্রিপ কফি চেখে দেখতে আসছেন এবং এর স্বাদের পূর্ণ অভিজ্ঞতা নিতে পারছেন। আগে তারা বেশির ভাগই বাণিজ্যিক কফির দিকেই ঝুঁকতেন, হাতে তৈরি শিল্পকর্মের মতো কফিতে আগ্রহ দেখাতেন না।’
লিয়াওর পরিবার তিন প্রজন্ম ধরে ‘শিয়াওওয়াজি’ নামে পরিচিত কফি খামার পরিচালনা করছে।

ছায়াঘেরা একটি উপত্যকায় অবস্থিত এই খামারে খাড়া পাহাড়ের ঢালে সারি সারি চিকন কফি গাছের সমাহার। গাছের চেরির মতো ফল কাঠের পাটাতনে শুকানো হয়।

এ মাসে এএফপি যখন খামারটি পরিদর্শন করে, তখন দেখা যায়, বেশ কিছু পর্যটক সবুজ ঢালের দিকে মুখ করে ক্যাফেতে বসে বিশেষ ধাঁচের কফি উপভোগ করছেন। বার টুলে বসে একের পর এক নমুনা কফিতে চুমুক দিতে দিতে ২১ বছর বয়সী কাই শুউয়েন বলেন, ‘খুবই ভালো।
যদিও কিছু বিন আমার ধারণার চেয়ে একটু টক লাগছে, আবার কিছু তো আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’

কফির সাফল্যের গল্প

সরকারি তথ্যমতে, প্রতি বছর পু’এর অঞ্চলের খামারগুলো চীনের বড় বড় শহরে হাজার হাজার টন কফি বিক্রি করে। বেইজিং ও সাংহাইয়ের মতো মহানগরগুলোতে ২০ থেকে ৪০ বছর বয়সীদের পরিচালিত একটি সমৃদ্ধ ক্যাফে সংস্কৃতি গড়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে।

কফি রোস্টিং ও বারিস্তা প্রশিক্ষণপ্রাপ্ত লিয়াও মনে করেন, তার নিজের অঞ্চলের কফি ‘মাখনের মতো স্বাদ এবং মসৃণ ও ঘন অনুভূতি’ দেয়।
পু’এরে বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু হয় মূলত বিংশ শতাব্দীর আশির দশকে।

এখনো অঞ্চলটি তার শতাব্দীপ্রাচীন চা বাণিজ্যের জন্য বেশি পরিচিত। লিয়াওর দাদা লিয়াও শিউগুই (৮৩) বলেন, ‘কয়েক দশক আগে যখন আমি পু’এরে আসি, তখন এখানে কফি সম্পর্কে কেউ কিছু জানত না।’

তিনি ছিলেন সেই সময়ের খুব কমসংখ্যক চীনার একজন, যিনি কফি চাষ সম্পর্কে পড়াশোনা করেছিলেন। তবে এই অঞ্চলের অপেক্ষাকৃত উচ্চ ভূমি ও মৃদু জলবায়ু নতুন এই ফসলের জন্য বেশ উপযোগী ছিল বলে তিনি জানান। একই সঙ্গে বলেন, ‘আমরা যে কফি উৎপাদন করি, তা শক্তিশালী হলেও বেশি তেঁতো নয়, ফুলের সুবাসযুক্ত হলেও বেশি কটূ নয় এবং সামান্য ফলের স্বাদও থাকে।’

কোনো রাসায়নিক কীটনাশক ছাড়া এবং জীববৈচিত্র্য রক্ষায় অন্যান্য প্রজাতির সঙ্গে মিশ্রভাবে চাষ করা হয় ‘শিয়াওওয়াজি’ খামারে। প্রতিবছর এখানে প্রায় ৫০০ টন কাঁচা কফি ফল উৎপাদিত হয়।

প্রতিদিন দুই-তিন কাপ কফি পান করেন লিয়াও শিউগুই। তিনি বলেন, এই পানীয়ই তার বার্ধক্যে তাকে সুস্থ ও তরুণ রাখছে। হাসতে হাসতে তিনি বলেন, ‘কফি পান করলে আপনি তরুণ ও সুস্থ থাকবেন...বার্ধক্য ঠেকানো সম্ভব। আর এখন তো সবাই কাজে এতো ক্লান্ত...তারা মস্তিষ্ককে চাঙ্গা রাখতে চায়।’

উন্নতির সুযোগ

গত কয়েক বছরে চীনে কফির উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও ব্রাজিল, ভিয়েতনাম ও কলম্বিয়ার মতো ঐতিহ্যবাহী উৎপাদনকারীদের তুলনায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। চীনের প্রায় সব কফি উৎপাদনই হয় ইউনান প্রদেশে, যার বেশির ভাগই কেন্দ্রীভূত পু’এরে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত মাসে ইউনান সফরে গিয়ে প্রেসিডেন্ট শি চিনপিং বলেছিলেন, এই প্রদেশের কফি ‘চীনকে প্রতিনিধিত্ব করে’।
এই খাত আরো সম্প্রসারণে সরকার নীতিমালা প্রণয়ন করেছে, যাতে উৎপাদন উন্নত হয়, বিনিয়োগ আকৃষ্ট হয় ও রপ্তানি বাড়ে। সরকার পর্যটনের সঙ্গেও কফি উৎপাদনকে যুক্ত করেছে, দেশের অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় বৃদ্ধির কেন্দ্রীয় উদ্যোগের অংশ হিসেবে।

৫১ বছর বয়সী অভিজ্ঞ কৃষক ইউ দুন বলেন, তিনি তার খামার পরিদর্শন, হোমস্টে ও তার দাই জাতিসত্তার রন্ধনশৈলীর সঙ্গে কফির সংমিশ্রণে পরিচালিত রেস্তোরাঁর মাধ্যমে নতুন আয়ের উৎস খুঁজে পেয়েছেন।

এখন নিজেই বিন প্রক্রিয়াজাত ও রোস্ট করতে শেখার ফলে আগের তুলনায় ‘১০ গুণ’ বেশি আয় করছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘আগে বলতাম কফি শুধু ধনীদের জন্য, কিন্তু এখন সেই ধারণা পুরোপুরি পাল্টে গেছে।’
এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান Apr 28, 2025
img
কেউ দেশে ইনভেস্ট করতে চাচ্ছে না, কালক্ষেপণ না করে নির্বাচনী রোডম্যাপটা এখন জনগণের দাবি : পার্থ Apr 28, 2025
img
জামানতের শত কোটি টাকা নিয়ে উধাও আ.লীগের তিন নেতা Apr 28, 2025
img
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি-স্ফো-র-ণ, দ-গ্ধ ৫ Apr 28, 2025
img
টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের Apr 28, 2025
img
জবিতে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো প্রশাসন Apr 28, 2025
img
কল্যাণ রাষ্ট্র গড়তে জামায়াতের বিকল্প নাই : গোলাম পরওয়ার Apr 28, 2025
img
সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি প্রকাশ Apr 27, 2025
img
আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি Apr 27, 2025
img
মৌসুমের শুরুতেই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন অর্জন Apr 27, 2025