সুবিচারের দাবিতে দপ্তরে দপ্তরে মেজর সিনহার মা

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের নেতারা জানান, গত তিন বছর ধরে মেজর সিনহার মা এবং পরিবারের সদস্যরা সুবিচারের আশায় দেশের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা এটর্নি জেনারেলের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় গিয়ে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এরপরও মামলার রেফারেন্স শুনানি এবং বিচারিক কার্যক্রম অজ্ঞাত কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এমনকি সাম্প্রতিক সময়ে, বিশেষ করে 'জুলাই বিপ্লব'-এর পরও এই অচলাবস্থা কাটেনি।

বক্তারা বলেন, আমরা এটর্নি জেনারেলসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেছি। বর্তমান সময়ে বিচারপতি সাগির ও বিচারপতি মোস্তাফিজের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে, যা আমাদের নতুন করে আশাবাদী করেছে। আমরা আশা করি, দেশের ভেতর বা বাইরের কোনো প্রভাব, প্রতিপত্তি বা রাজনৈতিক চাপ ছাড়া এই মামলার ন্যায়বিচার নিশ্চিত হবে।

তারা আরও জানান, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে যদি কেউ বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে সংগঠন সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া বজায় থাকলে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। গত তিন বছরে যা হয়নি, সেটা এখন তিন দিনেও সম্ভব হতে পারে।

তারা দাবি করেন, আগামী এক মাসের মধ্যে আসামিপক্ষের শুনানি সম্পন্ন করে, প্রদীপ কুমার দাস, লিয়াকত আলীসহ সকল অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে দ্রুত ফাঁসির রায় ঘোষণা ও কার্যকর করতে হবে।

সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, আমরা বাংলার মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখব। ইনশাআল্লাহ।

আরআর/এসএন

Share this news on: