অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা

দেশে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া জাগানোর পর এবার বিদেশের মাটিতেও ঝড় তুলছে শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমা। নর্থ আমেরিকা ও ইউরোপের পর এবার ওশেনিয়া অঞ্চলে মুক্তি পেয়েছে ছবিটি। গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বরবাদ’র দুটি শো অনুষ্ঠিত হয়, যা হাউসফুল গেছে। অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন।

অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী জানান, "যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারাই ছবি দেখতে পারছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে 'বরবাদ' দেখতে চাইলেও টিকিট না পেয়ে ফিরে গেছেন। শুরুটা দারুণ হয়েছে, সামনের দিনগুলো আরও ভালো যাবে।"

শুধু অস্ট্রেলিয়া নয়, নিউজিল্যান্ডেও চলছে 'বরবাদ'। দুই দেশে যৌথভাবে ছবিটি পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি ও নর্দার্ন টেরিটোরি—এই সাত অস্ট্রেলিয়ান অঞ্চলের পাশাপাশি নিউজিল্যান্ডের অকল্যান্ড ও তাউরাঙ্গা শহরেও চলছে 'বরবাদ'।

মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়া ছবিতে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।



এসএস/এসএন

Share this news on: