ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবি, রেজিস্ট্রারের কার্যালয়ে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে বরখাস্তসহ ৪ দফা দাবিতে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন শেষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় রেজিস্ট্রার মনিরুল ইসলাম তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। একই সময় রেজিস্ট্রারের অধীনে থাকা অপর কার্যালয়ের কক্ষগুলোতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওইসব কক্ষে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন তারা।

এর আগে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে রেজিস্ট্রার মনিরুল ইসলামের কুশপুতুল দাহ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মনিরুল ইসলাম অবৈধভাবে বর্তমানে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি ভোলা জেলার মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। এই ফ্যাসিস্টের দোসর ২০১৮ সালে নারী কেলেঙ্কাকারীর ঘটনায় বরখাস্ত হন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন পুনরায় রেজিস্ট্রারের চেয়ার দখল করেন। এখনো তিনি রেজিস্ট্রারের চেয়ার দখল করে রেখেছেন। তাকেসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফ্যাসিস্ট দোসরের লাভজনক পদে বসিয়ে বর্তমান ভিসি প্রকারান্তরে আওয়ামী শক্তিকে শক্তিশালী করছেন। আমাদের দাবি আজকের মধ্যে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পদ থেকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে হবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা চার দফা দাবি নিয়ে আজকে নেমেছি। দাবিসমূহ হলো- অধ্যাপক মুহাম্মদ মুহসিনকে সসম্মানে তার দায়িত্ব ফিরিয়ে দিতে হবে, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অব্যবহিত দিতে হবে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোসরদের নানা সুযোগ দেওয়ায় উপাচার্যকে ক্ষমা চাইতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আমাদের আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি নেতার মামলায় আসামি ছাত্রদলের আহ্বায়ক Apr 28, 2025
img
বিজ্ঞাপন ও ফটোশুটের ব্যস্ত, সিনেমায় ফিরতে প্রস্তুত মিম Apr 28, 2025
img
কাতার-তুরস্ক বৈঠকে কি আসছে গাজার যুদ্ধের সমাধান? Apr 28, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার Apr 28, 2025
img
ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি Apr 28, 2025
img
ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, দূরপাল্লার যানবাহন বন্ধ Apr 28, 2025
img
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠাতে প্রস্তুত কিম Apr 28, 2025
img
জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি এবার বড়পর্দায় Apr 28, 2025
img
‘বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’ Apr 28, 2025
img
গঠনতন্ত্র প্রণয়নে এনসিপির কমিটি গঠন Apr 28, 2025