জবিতে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে ছাত্রদল। পরবর্তিতে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।

আটককৃতদের মধ্যে একজন শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ে স্টোর শাখার কর্মরত আতাউল গণি টুটুল। অন্যজন পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন।

গত রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চাকরি নেওয়া এবং ছাত্রলীগের পদে থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা কাঁঠাল তলার সামনে মারধর করেন। পরবর্তীতে প্রক্টর অফিসে রেখে দেয়। অপর দিকে অভিযুক্ত আকরাম হোসেন মাস্টার্সের সার্টিফিকেট তুলতে ক্যাম্পাসে এলে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান।

অভিযুক্ত আকরাম হোসেন বলেন, আমি আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আসি। তখন আমায় নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা জোর করে সবাইকে নিয়ে গেলে আমিও গিয়েছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোনো পোস্ট-পদবি ছিল না।

তবে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, প্রথম বর্ষে থাকাকালীন সময়ে আকরাম হোসেন ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের একজনকে জবির আন্ডারগ্রাউন্ডে পিটিয়ে হত্যা করেছে। তারই ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

শামসুল আরেফিন বলেন, আমাদের নেতাকর্মীদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা করা হয়েছে। অতীতে হামলার কারণে দুজন ছাত্রলীগ আটক করে ভিক্টিম ছাত্রদল নেতাকর্মীরা। তাদের প্রক্টরিয়াল বডির কাছে বুঝিয়ে দেয়। প্রক্টরিয়াল বডি তাদের থানায় হস্তান্তর করে। এখন থানা আইনানুগ ব্যবস্থা নেবে।

কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাহাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি থেকে দুইজনকে হস্তান্তর করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, এক ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শাখা ছাত্রদল। তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আরএ

Share this news on: