দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্যান্ডি কে বালুচরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চীনের সার্বভৌমতার দাবি আরও জোরালো করেছে বেইজিং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা গেছে, চীনা কোস্টগার্ড সদস্যরা ওই অঞ্চলে চীনের পতাকা উড়াচ্ছেন।
সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন "সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর" করেছে। ফিলিপাইনও পাল্টা প্রতিক্রিয়ায় তিনটি বালুচরে পতাকা স্থাপন করেছে এবং চীনের মতোই নিজেদের বাহিনীর ছবি প্রকাশ করেছে।
ফিলিপাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই এলাকায় চীনের কোস্টগার্ড জাহাজ ও মিলিশিয়া নৌযান লক্ষ্য করেছে, যাকে "অবৈধ উপস্থিতি" বলে অভিহিত করেছে।
এ ঘটনার পর অঞ্চলটিতে উত্তেজনা ফের বেড়ে গেছে। এর আগে একাধিকবার উভয় দেশের মধ্যে নৌ সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এদিকে চীনের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
স্যান্ডি কে দ্বীপটি ফিলিপাইনের থিটু দ্বীপের কাছে, যেখানে তাদের একটি সামরিক ফাঁড়ি রয়েছে। তবে চীনের কোস্টগার্ড সদস্যরা স্থায়ীভাবে সেখানে অবস্থান করছে না বলেও জানা গেছে।
এসএস/এসএন