ভারত-পাকিস্তান উত্তেজনা: দায়িত্বশীল সমাধানের আহ্বান আমেরিকার

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র উভয় দেশকে "দায়িত্বশীল সমাধানের" দিকে কাজ করার আহ্বান জানিয়েছে। ওই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে, ওয়াশিংটন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানের সরকারগুলোর সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, "এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান— উভয় দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে।" যদিও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়ে পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে, তবে পাকিস্তানকে সরাসরি সমালোচনা করা হয়নি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, "যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানায় এবং পেহেলগামে ঘটে যাওয়া জঘন্য সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানায়"। এই মন্তব্যগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের পুনরাবৃত্তি।

উল্লেখযোগ্য যে, পেহেলগামের ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল, যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর ভারত একাধিক কূটনৈতিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক Apr 29, 2025
img
সামাজিক ব্যবসা ড. ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে: সালাহউদ্দিন নোমান Apr 29, 2025
img
লবণ মাঠে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Apr 29, 2025
img
স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, স্থগিত হতে পারে বার্সা-ইন্টার ম্যাচ Apr 29, 2025
img
ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর Apr 29, 2025
img
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি, ভারতের সঙ্গে উত্তেজনা Apr 29, 2025
img
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার Apr 29, 2025
img
ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও দর্শক নেই চট্টগ্রামে Apr 29, 2025
img
অত্যাচারীর হাত থেকে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া Apr 29, 2025
img
আশুলিয়ায় ব্রিজের নিচে মিলল অজ্ঞাত মরদেহ Apr 29, 2025