আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে প্রিয়াঙ্কা ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে ডিইপিজেড-আশুলিয়া- আব্দুল্লাহপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিইপিজেড-আশুলিয়া- আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় কয়েক শতাধিক বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে ছিলেন।

শ্রমিকরা জানান, প্রিয়াঙ্কা ফ্যাশন কারখানাটি ১৩ এপ্রিল কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেন। সে সময় মালিকপক্ষ তাদেরকে মার্চ মাসে সম্পূর্ণ বেতন ও এপ্রিল মাসের ১০ দিনের বেতন আজকে দেওয়ার কথা জানায়। কিন্তু শ্রমিকরা আজকে কারখানার সামনে আসলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ফিরে যেতে বলে। সে সময় প্রায় দুই শতাধিক শ্রমিক বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ