আজারবাইজানকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

ব্যবসার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি বাড়াতে আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজান একটি দূরবর্তী দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা সফররত উপমন্ত্রীকে বলেন, সরাসরি ফ্লাইট বাংলাদেশি শিক্ষার্থীদের জ্বালানি ক্ষেত্রে পড়াশোনা করার সুযোগ করে দেবে, একই সঙ্গে আজারবাইজানের শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে উৎসাহিত হবে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এখানে একটি দূতাবাস খোলার ফলে ভিসার ঝামেলাও শেষ হবে।

বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উভয়পক্ষ একমত হয়।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা গত নভেম্বরে বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ এর ফাঁকে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি কপ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য আজারবাইজান সরকারকে অভিনন্দন জানান।

তিনি বাকুতে তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য রাষ্ট্রপতি আলিয়েভকে ধন্যবাদ জানাতে অনুরোধ করেন।

আরএম/টিএ



Share this news on:

সর্বশেষ