পুলিশ হেফাজত থেকে পালাল ২ আসামি

চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন—মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। 

জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকায় এক মন্দিরের সামনে মো. জাহেদ (২০) নামে এক নির্মাণ-শ্রমিকের মরদেহ পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে বন্ধুরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় হওয়া মামলায়    গ্রেফতার করা হয় মো. ইকবাল হোসেন ইমনকে। আর আনোয়ার হোসেন মাদক মামলার আসামি। 

আদালত সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া এই দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যায়। তবে তাদের কোনো আদালতে তোলা হয়েছিল তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গণমাধ্যমকে বলেন, দুজন আসামি পালানোর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান Apr 30, 2025
img
সাউথের দর্শক নিয়ে বেফাঁস মন্তব্য সালমানের, প্রতিবাদ জানালেন নানি Apr 30, 2025
img
উপস্থাপক মোশাররফ করিম Apr 30, 2025
img
বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল দল বিএনপি: মির্জা ফখরুল Apr 30, 2025
img
ঘরে ঢুকে পড়ল লোক, কাঁ-প-ছে-ন মৌনী! Apr 30, 2025
২৫০ নয়, এখন ৫০০ লিটার তেল পাবেন কমিশন সদস্যরা Apr 30, 2025
‘মানবিক করিডর’ নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব Apr 30, 2025
বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার Apr 30, 2025
দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা Apr 30, 2025
সেকেলে সমরাস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস Apr 30, 2025