মানিকগঞ্জে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা কুপিয়ে নানা আজগরকে (৫০) হত্যা করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত আজগর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

‎এ ব্যাপারে নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামে স্থানীয় এক বখাটে রাস্তায় যাতায়াতের ইভটিজিং করতো। সে কারণে গতকাল (সোমবার) দুপুরে আজগর সিংগাইর থানায় একটি অভিযোগ দিয়ে আসেন। পরে রাতে পুলিশ এসে আলামিনের খোঁজ-খবর করে যায়। 

এদিকে, পুলিশ আসার খবর পেয়ে আজ সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী নিয়ে আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে আলামিন। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জরুরিভাবে ঢাকা প্রেরণ করে। তবে আজগরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

‎এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিংগাইর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার Apr 30, 2025
img
সমালোচনায় বিরক্ত হয়ে ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা পাক অভিনেত্রীর Apr 30, 2025
img
রাখাইনে করিডর দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই : কায়সার কামাল Apr 30, 2025
img
যে কারণে অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ Apr 30, 2025
img
ত্রিপক্ষীয় আলোচনা শেষ, দ্রুতই শ্রম আইনে সংশোধন Apr 30, 2025
img
লকড হলো সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি Apr 30, 2025
img
গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Apr 30, 2025
img
পাকিস্তানের নাগরিকদের প্রতি কোনো অভিযোগ নেই : জাভেদ আখতার Apr 30, 2025
img
ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন Apr 30, 2025
img
আসামে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় ৩০ জন গ্রেফতার Apr 30, 2025