মাটির নিচে পাওয়া গেল মর্টারশেল, সরাতে গিয়ে বিস্ফোরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় তীব্র শব্দে কেঁপে উঠেছে কয়েক কিলোমিটার এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল থেকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরে রাত আনুমানিক ৭টা ৫৪ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের আড়ালিয়া এলাকার শতাধিক বাড়িঘর কেঁপে ওঠে। এতে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাটের জানালা, টিনের চাল ও দেয়াল ভেঙে যায়।

এ ঘটনায় উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, মর্টার শেলটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি দলও সেখানে রওনা দিয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে হানিফ মিয়ার জমিতে বাঁধ নির্মাণের জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রথমে এলাকাবাসী এটিকে সোনার মূর্তি কিংবা পুরোনো সীমানা পিলার ভেবে নানা গুঞ্জন ছড়িয়ে দেন। অনেকে সেটি দেখতে ভিড় করেন। পরে বিকেলের দিকে বিষয়টি স্পষ্ট হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

২৩৫ কোটির মালিক শাকিব, এক সময় কাজ করতেন বিনা পারিশ্রমিকে! Apr 30, 2025
'আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন? Apr 30, 2025
৩৫ বলে সেঞ্চুরি, বড় অঙ্কের টাকা পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী! Apr 30, 2025
পাকি"স্তানকে শায়েস্তা করতে কার সঙ্গে হাত মেলালো ভারত? Apr 30, 2025
img
মিরাজের স্বপ্নময় দিনে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ Apr 30, 2025
img
টলিউডে পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া, প্রথম ছবিতে ঋত্বিক-সৌম্যর সঙ্গে জুটি Apr 30, 2025
img
‘হারিয়ে গিয়েছি’— উষ্ণ রাশির খোঁজে এখন নেটদুনিয়া! Apr 30, 2025
img
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেফতার ৫ Apr 30, 2025
img
রাজশাহীর বাজারে চড়া দামে রসালো ফল লিচু Apr 30, 2025
img
বিভেদ মুক্ত সমাজ গড়তে ভালোবাসা সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল Apr 30, 2025