আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধস দেখা দিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বাজারে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন দামে।
দাম কমেছে দুই আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলেই। বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ৬৩ দশমিক ১২ ডলারে, যা ১৫ দশমিক ৪ শতাংশ কম। আর ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৫৯ দশমিক ৩১ ডলারে, যা ১৭ শতাংশ পর্যন্ত কমে গেছে।
২০২১ সালের নভেম্বরের পর এত বড় পতন আর দেখা যায়নি বলে জানিয়েছে বিশ্লেষকরা।
তেলের এই দামের পতনের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে সরবরাহ বেড়ে যাওয়া। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা পিভিএম অ্যানালিস্টসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের অস্থিরতা বিবেচনায় ওপেক প্লাস সদস্যরা আগে উৎপাদন কমিয়ে দিয়েছিল। তবে এখন অনেকেই উৎপাদন আবার বাড়িয়েছে।”
তিনি আরও বলেন, “ইউক্রেন ও ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন কাটলে বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা রয়েছে।”