টলিউডে পা রাখছেন শাশ্বতকন্যা হিয়া, প্রথম ছবিতে ঋত্বিক-সৌম্যর সঙ্গে জুটি

শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী হিসেবে টলিউড-বলিউডে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলার বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার তাঁর পরবর্তী প্রজন্মের পালা। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। আর পয়লা ছবিতেই জুটি বাঁধতে চলেছেন ‘বন্দিশ ব্যান্ডিটস’ এবং ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ খ্যাত ঋত্বিক ভৌমিকের সঙ্গে। যেহেতু ত্রিকোণ প্রেমের গল্প।

সেক্ষেত্রে শাশ্বতকন্যার বিপরীতে আরেক অভিনেতা হিসেবে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায়কে। যিনি বলিউডে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতেও অভিনয় করেছেন। শুভেন্দু-শাশ্বতর পর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে অভিনয়জগতে প্রবেশ করতে চলেছেন হিয়া, স্বাভাবিকভাবেই মেয়ের নতুন ইনিংসে উচ্ছ্বসিত মা মহুয়া চট্টোপাধ্যায়।

হিয়া, সৌম্য, ঋত্বিককে নিয়ে ত্রিকোণ প্রেমের জমজমাট গল্প আনছেন রাহুল মুখোপাধ্যায়। ‘কিশমিশ’ খ্যাত পরিচালক জানালেন, এই সিনেমার জন্য প্রথম থেকেই তাঁর ভাবনায় রয়েছেন শাশ্বতকন্যা। প্রেম-পরিবার সব মিলিয়ে একটা ফ্রেশ গল্প। রোম্যান্টিক ছবির নাম ‘মন মানে না’। এই নামে যদিও এর আগে দেব-কোয়েলের একটি সুপারহিট ছবি রয়েছে, তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন রাহুল। অন্যদিকে মেয়ের টলিউড ডেবিউ প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে শাশ্বতপত্নী মহুয়া চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমি ভীষণ খুশি। দীর্ঘদিন ধরেই হিয়ার অভিনয়ের ইচ্ছে ছিল। দামিনী বেণী বসুর কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছে। আমি মনে করি, যে কোনও কাজ শুরুর আগেই প্রশিক্ষণ খুব জরুরী। হিয়া ভীষণই সিন্সিয়ার। স্কুল-কলেজের যে কোনও বিষয়েও দেখেছি। মা হিসেবে ওঁর জন্য উচ্ছ্বসিত আমি।” মে মাসের মাঝামাঝি কলকাতা এবং শৈলশহর মিলিয়ে একাধিক লোকেশনে শুটিং হবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কেএমপি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপির, দাবি পুলিশের দুই কর্মকর্তার বিচার Apr 30, 2025
img
ববি প্রশাসনের প্রতীকী জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত Apr 30, 2025
img
আ. লীগ শুধু ভোটাধিকার হরণ করেনি, ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে: হাসনাত Apr 30, 2025
img
ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ০.৩% সংকুচিত Apr 30, 2025
img
'আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে' Apr 30, 2025
img
সিদ্দিক সুশীল ভূমিকায় আন্দোলনের সময় যা খুশি করেছেন: রাষ্ট্রপক্ষের আইনজীবী Apr 30, 2025
img
আসছে নতুন নোট, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ Apr 30, 2025
img
পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 30, 2025
img
রাতে হাইভোল্টেজ ম্যাচ: বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার Apr 30, 2025
img
সোশ্যাল মিডিয়া ট্রল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ফারিন খান Apr 30, 2025