পহেলা মে : ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ প্রতিটি দিনই পরিণত হয় অতীতে, আর সেই অতীতের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা। তবে সব ঘটনা ইতিহাসে স্থান পায় না—তবে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোই হয়ে ওঠে পথনির্দেশক। ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের চলার পথের আলো। তাই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা আমাদের জন্য জরুরি, কারণ সেখান থেকেই আমরা পাই শিক্ষা ও প্রেরণা।

আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৩০৫ - ডায়োক্লেটিয়ান ও ম্যাক্সিমিয়ান, রোমান সম্রাটের অফিস থেকে অবসর গ্রহণ করেন।
৮৮০ - কন্সটান্টিনোপলে নিয়া একেলেসিয়া চার্চের উদ্বোধন হয়। এর ফলে পরবর্তী সময়ে অর্থোডক্স চার্চগুলোতে ক্রস-ইন-স্কয়ার নির্মাণশৈলীর ব্যবহার শুরু হয়।
১৩২৮ - স্কটল্যান্ডীয় স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
১৫৭৬ - প্রিন্স অব ট্রান্সিলভানিয়া পদে অধিষ্ঠিত স্টেফান ব্যাট্রয়, অ্যানা জ্যাগিয়েলনকে বিয়ে করেন, এবং তারা দুজন একই সঙ্গে পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের শাসক হিসেবে অধিষ্ঠিত হন।
১৫৭৮ - ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনু আবিষ্কার করেন।
১৭০৭ - অ্যাক্ট অব ইউনিয়ন স্বাক্ষরিত হয়।
১৭৪৮ - পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
১৭৫১ - আমেরিকায় প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
১৭৫৩ - কার্ল লিনিয়াস রচিত স্পেসিস প্লান্টারাম প্রকাশিত হয়।
১৭৫৯ - জোসিয়াহ ওয়েজগুড গ্রেট ব্রিটেনে ওয়েজগুড তৈজসপত্র তৈরির প্রতিষ্ঠানের সূচনা করেন।
১৭৭৬ - ব্যাভারিয়ায় অ্যাডাম ভেইসহপ্ট কর্তৃক ইলুমিনাতি প্রতিষ্ঠিত হয়।
১৭৭৮ - আমেরিকান বিপ্লব: পেনসিলভানিয়ার হ্যাটবোরোতে ক্রুকড বিলেটের যুদ্ধ শুরু।
১৭৮৫ - হাওয়াইয়ের রাজা প্রথম কামেহামেহা, কালানিকুপুলেকে পরাজিত করেন ও কিংডম অব হাওয়াই প্রতিষ্ঠিত করেন।
১৭৮৬ - অস্ট্রিয়ার ভিয়েনায়, মোৎসার্ট তার লে নজে দি ফিগারো অপেরার প্রথম পরিবেশনাটি পরিবেশন করেন।
১৮০১ - ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
১৮৩৪ - যুক্তরাজ্য তার উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল করে।
১৮৪০ - যুক্তরাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পেছনে আঠাযুক্ত ডাকটিকিট চালু করে, যার নাম পেনি ব্ল্যাক।
১৮৪১ - লন্ডন লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৮৪৬ - যুক্তরাষ্ট্রের ইলিনয়ের নভুতে বসবাসরত সামান্য কিছু মর্মোন সে স্থান ত্যাগ করে চলে যায়। আগে তারা নভুকে মন্দির হিসেবে উৎসর্গ করেছিল।
১৮৫১ - রানি ভিক্টোরিয়া লন্ডনে গ্রেট এক্সিবিশনের উদ্বোধন করেন।
১৮৫২ - ফিলিপাইনে ফিলিপিনো পেসো মুদ্রা হিসেবে বাজারে আসে।
১৮৬৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ: চ্যান্সেলরসভিলের যুদ্ধ শুরু।
১৮৬৫ - ব্রাজিল সাম্রাজ্য, আর্জেন্টিনা এবং উরুগুয়ে ট্রিপল অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর করে।
১৮৬৮ - হ্যাম্পটন ইনস্টিটিউট খুলে দেয়া হয়।
১৮৬৯ - প্যারিসে মিউজিক হল ফলিয়েস বার্গে চালু হয়।
১৮৭৫ - ১৮৭৩ সালে আগুনে পুড়ে যাওয়ার পর পুনরায় আলেক্সান্দ্রা প্যালেস খুলে দেয়া হয়।
১৮৭৫ - কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৮৮৪ - আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
১৮৮৪ - মোসেস ফ্লিটউড ওয়াকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের পেশাদার বেসবল খেলায় অংশগ্রহণ করেন।
১৮৮৫ - ব্যবসার জন্য মূল শিকাগো বোর্ড অব ট্রেড বিল্ডিং খুলে দেয়া হয়।
১৮৮৬ - যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের ওপর গুলি চালালে ব্যাপক প্রাণহানি হয়।
১৮৯০ - আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
১৮৯১ - লন্ডন-প্যারিস টেলিফোন যোগাযোগ শুরু।
১৮৯৩ - শিকাগোতে ওয়ার্ল্ড’স কলাম্বিয়ান এক্সপজিশন শুরু।
১৮৯৪ - কক্সে’স আর্মি, যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের প্রতিবাদ মিছিল ওয়াশিংটন ডিসি-তে পদার্পণ করে।
১৮৯৭ - স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
১৯০১ - নিউইয়র্কের বাফেলোতে প্যান-আমেরিকান এক্সপজিশন শুরু।
১৯১৩ - বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।
১৯২৫ - চীনে অল-চায়না ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯২৭ - লন্ডন-প্যারিস বিমান যাত্রায় ইম্পেরিয়াল এয়ারওয়েজ সর্বপ্রথম কোনো বিমানযাত্রায় রান্না করা খাবার পরিবেশন করে।
১৯২৭ - আমেরিকান ফেডারেশন অব লেবার, দ্য ইউনিয়ন লেবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করে।
১৯৫০ - গুয়াম মার্কিন যুক্তরাষ্ট্র কমনওয়েলথের আওতাধীন হয়।
১৯৫৬ - জোনাস সল্ক আবিষ্কৃত পোলিও টিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৬০ - পশ্চিম ভারতের নতুন দুটি প্রদেশ হিসেবে গুজরাট ও মহারাষ্ট্রের জন্ম।
১৯৬১ - কিউবার প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রো কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ও নির্বাচন বাতিল করেন।
১৯৬৫ - আরওসি ও পিআরসির মধ্যে ডোং-ইনের নৌযুদ্ধ শুরু হয়।
১৯৭১ - যুক্তরাষ্ট্রে রেলযাত্রীদের সেবা দিতে এমট্র্যাক প্রতিষ্ঠান চালু হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা।
১৯৭৭ - শ্রমিক দিবস উদ্‌যাপনের সময় ইস্তাম্বুলের টাকসিম স্কয়ারে এক হামলায় ৩৬ জন নিহত হন।
১৯৮৯ - ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ডিজনি-এমজিএম স্টুডিও চালু হয়।
২০০৯ - সুইডেনে সম-লৈঙ্গিক বিবাহ স্বীকৃতি পায়।
২০১০ - নিউইয়র্ক সিটির টাইম স্কয়ারে একটি গাড়িবোমা হামলার চেষ্টা ব্যর্থ হয়।

জন্ম

১২২০ - জাপানের সম্রাট গো-সাগা।
১৬৭২ - জোসেফ এডিসন, ইংরেজ সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৭৬৯ - আর্থার ওয়েলেসলি, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।
১৮২৫ - জোহান জ্যাকব বামার, সুইস গণিতবিদ এবং পদার্থবিদ।
১৮৫২ - সান্তিয়াগো রামোন ই কাহাল, স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ, স্নায়ুবিদ এবং চিকিৎসাশাস্ত্রে ১৯০৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৮১ - পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, ফরাসি দার্শনিক ও জীবাশ্মবিদ।
১৮৯৮ - মাহবুব-উল আলম, বাংলাদেশি কথাসাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ।
১৯০৯ - ইয়ানিস রিটস্‌, গ্রিক কবি ও নাট্যকার।
১৯১৬ - গ্লেন ফোর্ড, কানাডিয়ান-আমেরিকান অভিনেতা এবং প্রযোজক।
১৯১৯ - মোহাম্মাদ করিম লামরানি, মরক্কোর ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী। ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকার মান্না দে। ড্যান ওহার্লিহি, আইরিশ-আমেরিকান অভিনেতা।
১৯২৩ - জোসেফ হেলার, মার্কিন ঔপন্যাসিক।
১৯২৫ - সরদার ফজলুল করিম, বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার।
১৯২৯ - সনি রামাদিন, ত্রিনিদাদিয়ান ক্রিকেটার।
১৯৩২ - তবিবর রহমান সরদার, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৪৬ - জন ওয়, হংকং পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫১ - গর্ডন গ্রীনিজ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
১৯৫৪ - মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশী শিক্ষাবিদ
১৯৫৭ - রিক ডার্লিং, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৮ - অলিভার বিয়েরহফ, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৬৯ - ওয়েস অ্যান্ডারসন, মার্কিন পরিচালক ও লেখক।
১৯৭২ - জুলি বেঞ্জ, আমেরিকান অভিনেত্রী।
১৯৭৩ - অলিভার নেউভিলে, জার্মান ফুটবলার।
১৯৭৫ - নিনা হোসেন, ইংরেজ সাংবাদিক।
১৯৮১ - আলেকজান্ডার হ্লেব, বেলারুশীয় ফুটবল খেলোয়াড়।
১৯৮৬ - শাহরিয়ার নাফীস আহমেদ, সাবেক বাংলাদেশী ক্রিকেটার।
১৯৮৭ - লিওনার্দো বনুচি, ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

০৪০৮ - আরকাডিউস, বাইজান্টাইন সম্রাট।
৬৮০ - উমাইয়া খলিফা মুয়াবিয়া।
১১৮৫ - শেনজঙ, চীনের সম্রাট।
১২৩৫ - দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ।
১৩০৮ - প্রথম আলবার্ট, জার্মানির রাজা।
১৭০০ - জন ড্রাইডেন, সপ্তদশ শতাব্দীর ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৮৫৯ - ড. জন ওয়াকার, দেশলাইয়ের উদ্ভাবক।
১৮৭৩ - ডেভিড লিভিংস্টোন, স্কটস বংশোদ্ভূত ইংরেজ মিশনারি ও পর্যটক।
১৯০৪ - আন্তনিন দ্ভরাক, চেক সুরকার।
১৯৪৫ - জোসেফ গোয়েবলস, নাৎসি প্রচারমন্ত্রী।
১৯৭৩ - আসগের জর্ন, ডেনিশ চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৭৮ - অরাম খাচাটুরিয়ান, জর্জিয়ান বংশোদ্ভূত আর্মেনিয় সুরকার ও কন্ডাকটর।
১৯৮০ - শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৩ - পিয়ের‌ বেরেগোভোয়া, ফরাসি প্রধানমন্ত্রী।
১৯৯৩ - রানাসিংহে প্রেমাদাসা, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৯৪ - তৃতীয় বারের মতো ফর্মুলা ওয়ান জয়ী এয়ারটন সেনা, ইমোলাতে স্যান মারিনো গ্র্যান্ড প্রিক্সে দূর্ঘটনায় নিহত হন।
১৯৯৮ - কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।
২০০০ - স্টিভ রিভস, আমেরিকান বডি বিল্ডার এবং অভিনেতা।
২০০০ - বিদ্যুৎ গাঙ্গুলী, ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।
২০১১ - হেনরি কুপার, ইংরেজ মুষ্টিযোদ্ধা।
২০১৫ - অমিতাভ চৌধুরী, বিশিষ্ট বাঙালী সাহিত্যিক ও সাংবাদিক।
২০১৮ - অশোক মিত্র প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মানুষ Dec 15, 2025
img
পুলিশের পোশাকে জামায়াত প্রার্থীর পথসভায় বক্তব্য দেওয়ায় এএসআই বরখাস্ত Dec 15, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনেও কোনো রেমিট্যান্স আসেনি দেশের ১০ ব্যাংকে Dec 15, 2025
img
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৭ জনের, আহত ২০ Dec 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 15, 2025
img
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর Dec 15, 2025
img
রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা Dec 15, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমেছে দাম Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৬ Dec 15, 2025
img

চানখারপুলে ছয় হত্যা

হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় মেহেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার Dec 15, 2025
img
এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Dec 15, 2025
img
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের Dec 15, 2025
img
শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান Dec 15, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি Dec 15, 2025
img
আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সিঙ্গাপুর Dec 15, 2025
img
১৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 15, 2025
img

বুন্ডেসলিগা

টেবিলের তলানির দলের বিপক্ষে কোনোমতে হার এড়াল বায়ার্ন মিউনিখ Dec 15, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান Dec 15, 2025
img
সিডনির ঘটনায় প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী Dec 15, 2025