সরকারি গাছ কেটে বিক্রি, ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে নড়াইল সদর থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন, প্রভাতী যুব সংঘের সভাপতি তুজুরডাংগা এলাকার মো. মজিবর হোসেন, সদস্য জরিনা বেগম, রজব আলী, আজিবর, ইলিয়াছ, ঈমান আলী, ওমর, হায়দার, আবু সাইদ ও এনামুল,শরিফুল।

শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজি বটতলা থেকে শাহাবাদ বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কে রোপণ করা ১০৯টি ফলজ ও বনজ গাছ কেটে অবৈধভাবে বিক্রি করেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সেই গাছের টুকরা ট্রাক ও নসিমন করে নিয়ে যাওয়ার সময় সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেখে ফেলেন। তখন কিছু গাছ জব্দ করে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে জমা রাখেন। পরে উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিয়ার রহমান এ মামলা করেন।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল শাহাবাদ হাজির বটতলা থেকে শাহাবাদ বাজার পর্যন্ত সরকারি জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রয়ের বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা ভূমি কর্মকর্তা। এ সময় গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করা হয়। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকদেরকে তখন গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা জানান গাছের বেপারি কামরুল মোল্যার কথায় তারা (শ্রমিক) গাছ কাটছেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রভাতী যুবসংঘের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা গত ২৫ মার্চ অনুষ্ঠিত তাদের সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত এর লিখিত প্রতিলিপি প্রদর্শন করেন। প্রদর্শিত প্রতিলিপি পর্যালোচনান্তে দেখা যায়, উক্ত সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বর্ণিত স্থান হতে গাছ বিক্রি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে উক্ত কার্যবিবরণীতে প্রশিকা সদর এলাকার ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন গাছ কাটার অনুমতি দেন এবং ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সেটি অনুমোদন করেন। পরবর্তীতে বর্ণিত আসামিবৃন্দ কোনো সরকারি অনুমোদন ছাড়াই সরকারি খাসজমি থেকে গাছ কর্তন ও বিক্রয় করেন।

শাহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, গাছ কাটার অনুমতি চেয়ে প্রশিকা যে আবেদন করেছিল তাতে আমি সুপারিশ করেছিলাম। কারণ প্রশিকার লাগানো ওই গাছের অংশীদার ছিল ইউনিয়ন পরিষদ। গাছ কেটেছে প্রশিকা ও তাদের গঠিত সংগঠন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গাছ কাটার ঘটনায় শহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা হয়েছে। আসমিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী বলেন, সরকারি জায়গা থেকে বেআইনিভাবে চুরি করে গাছ কাটার অভিযোগে তাদের নামে মামলা করা হয়েছে। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025
img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025
img
নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন May 02, 2025