হইচই ফেলেছে টিকটকারের জীবন নিয়ে তৈরি নাটক ‘হ্যালো গায়েজ’

প্রকাশের সঙ্গে সঙ্গেই চারিদিকে হইচই ফেলে দিয়েছে এ সময়ের অন্যতম জনপ্রিয় ও মেধাবী নির্মাতা মহিদুল মহিমের নাটক ‘হ্যালো গায়েজ’। এক টিকটকারের জীবনের বাস্তবধর্মী গল্প পর্দায় সুনিপণভাবে তুলে ধরে প্রশংসার জোয়ারে ভাসছেন এই নির্মাতা। আর সেই টিকটকার ও তার স্ত্রীর চরিত্রে মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েলের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক।

‘বর্তমান সমাজের সঙ্গে মিল আছে এ নাটকের’, ‘এখনকার সময়ের বাস্তবচিত্র..’, এমন হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবে একটি নাটকের মন্তব্যের ঘর। নাটকটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন সাত হাজার দর্শক। শুধু তা–ই নয়, নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে তিনে রয়েছে, আর নাটকের মধ্যে প্রথমে। ইউটিউবে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫৬ লাখ।

‘হ্যালো গায়েজ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে এক কনটেন্ট ক্রিয়েটর পরিবারকে ঘিরে। যারা জীবনের সব মুহূর্ত ভাগ করে নেয় অনলাইনে। পরিবারের বিভিন্ন সংকট থাকলেও দর্শকের সামনে চাকচিক্য উপস্থাপন করেন। তবে একটা সময় পড়ে তাদের ভুল ভাঙে। তারা বাস্তবতা উপলব্ধি করে। রিলস যে আমাদের জীবনের সুন্দর মুহূর্ত কেড়ে নিচ্ছে, তা ওঠে এসেছে নাটকটিতে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

‘হ্যালো গায়েজ’ নাটকের দৃশ্যে অনবদ্য অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল,নাটকটি নিয়ে নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘একটা হাস্যরসাত্মক গল্পের মধ্য দিয়ে বর্তমান বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। রিলস আমাদের জীবনে অনেক প্রভাব ফেলছে। এখন অনেকেই মনে করেন প্রচুর অর্থ কামাতে হলে পরিশ্রমের দরকার নেই, ফেসবুক, ইউটিউব থেকেই লাখ লাখ টাকা আসবে। হয়তো ১০০ জনের মধ্যে ১০ জন এখানে সফল, কিন্তু এই লোভে সবাই ছুটছেন। এর ফলে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন থেকেও অনেকেই দূরে সড়ে যাচ্ছেন। এর কুফল বোঝাতে চেয়েছি।’

নির্মাণের পাশাপাশি ‘হ্যালো গায়েজ’ নাটকের গল্প ও চিত্রনাট্য মহিদুল মহিমের। ফারহান-কেয়া পায়েল ছাড়া আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, আমানুল হক হেলাল, জয়নাল জ্যাক, মিশকাত মাহবুব, বিল্টু শামীম, মাহবুবা মাহিয়া প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে সিডি চয়েজ ইউটিউব চ্যানেলে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
কারা হেফাজতে ইমামের মৃত্যু : গাজীপুরে পাল্টাপাল্টি মিছিল, যা বলছে পুলিশ May 02, 2025
img
খেলাফত মজলিস আমিরের দাবি: শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা করা হোক May 02, 2025
img
মালাইকার প্রেমজীবন নিয়ে নতুন গুঞ্জন: ২০২৫ হবে তার জন্য শুভ বছর May 02, 2025
img
পহেলগাঁও হামলার বিচারিক তদন্তের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট May 02, 2025
img
আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন May 02, 2025
img
জবাবদিহি আর ক্ষমতা জনগণের হাতে—নতুন রাষ্ট্রচিন্তা নিয়ে ফরহাদ মজহার May 02, 2025
img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025