ফিজিতে কর্মরত ২৬ বাংলাদেশি শ্রমিকের মানবেতর পরিস্থিতির অভিযোগ পাওয়ার পর জরুরি ভিত্তিতে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থানমন্ত্রী ও অভিবাসনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা।
বৃহস্পতিবার (১ মে) ফিজির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিজি টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি সুপার মার্কেট পরিদর্শনে যান প্রধানমন্ত্রী রাবুকা। সেখানেই কর্মরত ২৬ বাংলাদেশি শ্রমিকের সঙ্গে তার কথা হয়। তারা নিজেদের দুরবস্থার কথা তুলে ধরেন। অভিযোগে তারা জানান, কর্মস্থলে তাদের জীবনযাত্রার মান খুবই নিচু, পর্যাপ্ত খাবার দেওয়া হয় না এবং নিয়োগের চুক্তিও লঙ্ঘন করা হচ্ছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, “কোনো শ্রমিকেরই এমন পরিবেশে থাকা উচিত নয়, যা তার মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।” তিনি নিয়োগদাতাদের উদ্দেশে আরও বলেন, “আইন মেনে চলার পাশাপাশি শ্রমিকদের অধিকারও রক্ষা করতে হবে।”
রাবুকা এ সময় শ্রমিকদের মৌলিক চাহিদা নিশ্চিত এবং জীবনযাত্রার মান উন্নত করতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ফিজিতে বর্তমানে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক রয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি। এছাড়া ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিকও দেশটিতে কর্মরত রয়েছেন।
এসএস