এসআই পদের ফলাফলে ভুল রোল নম্বর : পুলিশের দুঃখ প্রকাশ
মোজো ডেস্ক 04:29PM, May 02, 2025
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর-এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ফলাফলে একটি রোল নম্বর ভুল করে অন্তর্ভুক্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এবং ওই ভুল রোল নম্বরের পরিবর্তে সঠিক রোল নম্বর অন্তর্ভুক্ত করে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্যটি আপডেট করা হয়।
শনিবার (২ মে) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।
ওই স্ট্যাটাসে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ৫৯৯ জন প্রার্থীর রোল নম্বর গত ২৭ এপ্রিল বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়।
প্রকাশিত তালিকায় মেধার ভিত্তিতে সুপারিশকৃত রোল নম্বর ১০০৯৪৯ অসাবধানতাবশত অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি টেলিটকের ডাটাবেজে প্রার্থীদের তথ্য সন্নিবেশের সময় ধরা পড়ে। ফলাফল অনুযায়ী এটি ১০০৯৫২ হওয়ার কথা ছিল। রোল নম্বর ১০০৯৪৯ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।
কাজেই তিনি পরবর্তী ধাপের জন্য অনুপযুক্ত হয়ে যান। রোল নম্বর ১০০৯৪৯ এবং ১০০৯৫২ পাশাপাশি থাকায় ভুলটি হয়।’
স্ট্যাটাসে আরো বলা হয়, ‘পরবর্তীতে ভুলটি ধরা পড়লে তা সংশোধন করে রোল নম্বর ১০০৯৪৯ এর পরিবর্তে ১০০৯৫২ প্রাথমিকভাবে সুপারিশকৃত মেধাভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্যটি আপডেট করা হয়।
এটি সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে টেলিটক থেকে মেসেজ নোটিফিকেশনের মাধ্যমে অবগত করা হয়। বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর প্রতিটি কার্যক্রম সম্পন্ন করেছে। অনিচ্ছাকৃত ভুলটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’