দখলদার ইসরায়েলের রামলি শহরের বনাঞ্চলে শুক্রবার (২ মার্চ) দাবানলের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রামলির পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া রুট ৪০ এলাকায় পাঁচজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এদিকে দখলদকৃত জেরুজালেমের একটি স্থানে আগুন লাগলেও অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাবানলের সৃষ্টি হয়। যা টানা দুইদিন জ্বলেছিল। এ সময়টায় জেরুজালেমের ৫ হাজার জায়গা পুড়ে গেছে। যার মধ্যে সাড়ে তিন হাজার একর বনাঞ্চল।
এই দাবানল কেউ ইচ্ছাকৃতভাবে উস্কে দিয়েছিল কি না এখন সেটির তদন্ত করছে ইসরায়েলিরা। এরমধ্যে আজ শুক্রবার আবারও নতুন করে দাবানলের সৃষ্টি হলো। নতুন দাবানলটি কত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা যাবে এখন সেটিই দেখার বিষয়।
১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর জর্ডানের কাছ থেকে পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর সেখানে নিজেদের শাসন জারি করে তারা। ইসরায়েল পশ্চিম জেরুজালেমসহ পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটির বৈধতা দেয় না। তারা ইসরায়েলকে সেখানকার দখলদার বাহিনী হিসেবেই বিবেচনা করে। সূত্র: টাইমস অব ইসরায়েল
আরএ/টিএ