ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম ও ফতেহ আলী খান

কাশ্মীরের পহেলগামে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান ও ফাওয়াদ খান।

শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন— সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলিসহ আরো অনেকের।

পহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।

তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়।

তাদের অ্যাকাউন্ট ব্লক করার একদিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাত ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মনখারাপ তাদেরও।

এখন যদি ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খানের অ্যাকাউন্টে খুঁজতে যান, তখনই ইনস্টাগ্রাম জানান দেবে, ‘ভারতে এই অ্যাকাউন্ট সচল নেই। এর কারণ হলো, আমরা এই অ্যাকাউন্টগুলো সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি।’

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, এরপর যা ঘটল  May 07, 2025
img
পাকিস্তান বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেট, টার্গেট ভারত May 07, 2025
img
মায়ের মৃত্যুর পর অনিলের আবেগঘন পোস্ট May 07, 2025
img
২০০ কোটি টাকা চাঁদাবাজির মামলা শেখ হেলাল ও শেখ তন্ময়ের নামে May 07, 2025
img
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের ঘোষণা May 07, 2025
img
বাংলাদেশ ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, আশা করি এটি সংক্ষিপ্ত হবে : প্রধান উপদেষ্টা May 07, 2025
img
নিজের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা শামীম May 07, 2025
img
এডিপিতে কমতে পারে ৩৫ হাজার কোটি টাকা May 07, 2025
img
কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান May 07, 2025
সারা বাংলাদেশ তারেক রহমানের প্রতীক্ষায় আছে May 07, 2025