পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এই হামলার পর থেকেই পরোক্ষভাবে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ভয়াবহ এ হামলায় জড়িতদের মদদ দিয়েছে ইসলামাবাদ। এমন অব্যাহত অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

আর ভারত যদি এমন কিছু করে তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্রও ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল।

সম্প্রতি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারত ‘দায়িত্বজ্ঞানহীন বিবৃতি’ দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাধলে ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না।

পাকিস্তানি এ কূটনীতিক বলেন, “যখন ভারত ও পাকিস্তানের বিষয়টি আসে আমরা সংখ্যাগত আধিক্যের বিষয়টি নিয়ে ভাবি না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে। প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে।”

রাষ্ট্রদূত জামিল রুশ সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান কিছু গোপন নথি পেয়েছে। যেগুলোতে ভারতের সম্ভাব্য হামলার তথ্য রয়েছে। তিনি জানান, এসব বিষয়ের ওপর তারা কাছ থেকে নজর রাখছেন এবং সম্ভাব্য এ হামলার জন্য তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

তিনি বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে।”

বিশেষ সতর্কতায় তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তান নদীর যে পানি পায় তা যদি ভারত আটকানোর চেষ্টা করে তাহলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
নতুন পোপ হওয়ার আলোচনায় যাদের নাম May 05, 2025
img
৪ মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসা ফিরোজা May 05, 2025
img
বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয়ের ‘রেইড ২’ May 05, 2025
লাইভে গালাগাল, আওয়ামী কর্মীদের পালানোর নির্দেশ— কে এই কামাল? May 05, 2025
হাসনাতের উপর হামলার পিছনে তাহলে নাসির মোড়ল! May 05, 2025
এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের নির্দেশ May 05, 2025
img
বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফের ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ May 05, 2025
img
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সাথে দেখা করতে পারবেন না May 05, 2025
ব্ল্যাকআউট মহড়া দিল ভারতীয় সেনা, সীমান্তে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত? May 05, 2025
img
ট্রাম্প ফের চালু করছেন ১৯৬৩ সালে বন্ধ হওয়া আলকাট্রাজ কারাগার May 05, 2025