ভারতকে ‘উপযুক্ত জবাব’-এর হুঁশিয়ারি পাক সশস্ত্রবাহিনীর

কাশ্মীরের পহেলগাম  হামলার জেরে যদি ভারত কোনও দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্রবাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।(আইএসপিআর)। রোববার (৪ মে) সংবাদ সম্মেলনের সময় আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই কঠোর হুঁশিয়ারি দেন।

পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতের এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন।

পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতির শর্ত দেওয়ায় তারা এই বৈঠকে যোগ দেননি।

সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, এই অঞ্চলে শান্তি কামনা করে। কিন্তু প্রতিপক্ষ যদি কোনও আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দেবে।

তিনি সংসদ সদস্যদের প্রতিবেশী দেশের যেকোনো দুঃসাহসিক কাজ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

তারার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন।

প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

আরআর/এসএন 

Share this news on: