রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে এর জন্য মস্কোর ওপর মিত্রদের আরও চাপ প্রয়োজন বলে মনে করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন জেলেনস্কি।

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেলের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, বাড়তি চাপ ছাড়া রাশিয়া যুদ্ধ শেষ করতে বাস্তব কোনও পদক্ষেপ নিবে না।
রাশিয়া আজ ৫৪তম দিনে এসেও আমেরিকার সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকে উপেক্ষা করেছে।’

জেলেনস্কি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি আজকেই শুরু হতে পারে এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে তা অন্তত ৩০ দিন স্থায়ী হওয়া উচিত।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ৮-১০ মে পর্যন্ত একটি তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।
তবে জেলেনস্কি এই পদক্ষেপকে অর্থহীন উল্লেখ করে বলেন, ‘যুদ্ধবিরতি হতে হবে নিঃশর্ত এবং অন্তত ৩০ দিনের, যেমনটি যুক্তরাষ্ট্র মার্চ মাসে প্রস্তাব দিয়েছিল।

তিনি আরো বলেন, ‘রাশিয়ার উচিত ৯ মে’র প্যারেডে ট্যাংক প্রদর্শনের বদলে ভাবা, কীভাবে সে নিজের শুরু করা এই যুদ্ধের অবসান ঘটাতে পারে।’

জেলেনস্কি আরও বলেন, ‘এই যুদ্ধ থামাতে তিনটি জিনিস জরুরি। রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং ইউরোপজুড়ে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। রাশিয়াকে বুঝতে হবে, ইউরোপীয়রা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

যৌথ সংবাদ সম্মেলনে চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল জানান, যুদ্ধ শেষ করার জন্য যিনি একক সিদ্ধান্ত নিতে পারেন, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন। তবে পুতিনের মাঝে এখনও সে ইচ্ছার কোনও লক্ষণ দেখা যায়নি বলে মনে করেন পাভেল।

এসএন 

Share this news on: